#নিউজ ডেস্কঃ একজন অস্ট্রিয়ান ও অপরজন রোমানিয়ান। দুই মহিলা সমুদ্রের জলে সাঁতার কাটছিলেন। কিন্তু হঠাৎ করেই ঐ দুই মহিলার উপর ভয়ানক ভাবে হামলা চালিয়ে বসে একটি হাঙর। দুর্ভাগ্যবশত এ ঘটনায় দুজনেরই প্রাণ যায়। লোহিত সাগরের (Red Sea) দক্ষিণ হুরঘাদার শাহল হাশিশ এলাকায় ঘটে এ দুর্ঘটনা।
মিশরের (Egypt) পরিবেশ মন্ত্রক এবং বিদেশ মন্ত্রক থেকে এ বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করে জানানো হয়, এ ঘটনার পরপরই লোহিত সাগরের সমস্ত সমুদ্র সৈকত দ্রুত বন্ধ করে দেওয়া হয়েছে। এরই সাথে মৃত ওই দুই মহিলার দেহ উদ্ধার করে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। মিশরের স্থানীয় সংবাদপত্রের খবর অনুযায়ী, সমুদ্র সৈকত গুলো আপাতত ৩ দিনের জন্য বন্ধ রাখা হয়েছে। তাই বন্ধের দিন গুলোতে বিচে ঘুরতে যাওয়াতেও রয়েছে কঠোর নিষেধাজ্ঞা।
জানা গেছে, ঐ সমুদ্র বন্দরে শুধু মৃত্যু নয়, ঘটেছে দুর্ঘটনাও। অস্ট্রিয়ান এক পর্যটকের হাতও কেটে নিয়ে যায় অন্য একটি হাঙর।