Saturday, December 2, 2023

Shakira: ওয়াকা ওয়াকা গান গেয়ে দুনিয়া মাতানো শাকিরা, পড়লো এবার বড়সড় বিপদে! জেল হতে পারে ৪ বছর

Shakira could face 4 years in jail for tax evasion

#নিউজ ডেস্কঃ ২০১০ সালের ফিফা বিশ্বকাপের থিম সং ‘ওয়াকা ওয়াকা’ দিয়ে দুনিয়াব্যাপী ঝড় তুলেছিল কলম্বিয়ান পপ সেনসেশনের গায়িকা শাকিরা (Shakira)। তার সেই বিখ্যাত গানটি ইউটিউবে (YouTube) দেখেছেন প্রায় কয়েক বিলিয়ন মানুষ। এবার সেই শাকিরার বিরুদ্ধেই উঠলো এক গুরুতর অভিযোগ। আর এতে তার জেল হতে পারে ৪ বছর।

মামলা কী? জানা যাচ্ছে, ১৪.৫ মিলিয়ন ইউরো ট্যাক্স (Tax) ফাঁকি দেয়ার মতোন গুরুতর অভিযোগ উঠেছে শাকিরার বিরুদ্ধে। এক আইনজীবী আদালতে মামলা করেছেন এ অভিযোগ জানিয়ে। আর তা যদি সত্য প্রমানিত হয় তাহলে ৪ বছরের জেল হতে পারে তার। শুধু তাই নয়, ওই আইনজীবীর আরোও দাবি শাকিরা কাতালোনিয়ার বাসিন্দা হয়েও নিজেকে তিনি বাহামার নাগরিক দেখিয়ে বছরের পর বছর কর ফাঁকি দিচ্ছেন।

Singer #Shakira who has been recently accused of #taxfraud by the #Spanish Tax agency, had rejected their plea deal@mirchiplushttps://t.co/zRemjomiAF

— @zoomtv (@ZoomTV) July 29, 2022

যদিও এ বিষয়ে শাকিরার টিমের পক্ষ থেকে জানানো হয়েছে শাকিরা নির্দোষ। আইনের প্রতি তার সম্পুর্ন ভরসা আছে। তাই এ মামলার দ্রুত নিষ্পত্তির জন্য স্প্যানিশ প্রসিকিউটরদের দেয়া এক প্রস্তাব গ্রহণ না করে আইনের পথ বেছে নিয়েছেন শাকিরা।
আপনার জন্য
WhatsApp Logo