#নিউজ ডেস্কঃ বর্তমানে অধিকাংশ মানুষই অনলাইনে (Online) কেনা কাটা করতে পছন্দ করেন। এখানে গৃহস্থালির টুকিটাকি থেকে দামি দামি অলংকার সব কিছুই বিক্রি (Selling) হয়। কিন্তু কখনও কী শুনছেন? কারো প্রস্রাব বিক্রি হতে অনলাইনে? তাও আবার নিজের প্রস্রাব। একদমই না। কিন্তু এমনটাই করেছেন এক মহিলা। নিজের প্রস্রাব বিক্রি করে হাজার হাজার ডলার (Doller) কামাচ্ছেন তিনি।
ডেইলি মেইলের খবর অনুযায়ী, ক্যাকটাস কুটি (Cactus cottage) হল ঐ মহিলার নাম। ২০১৬ সাল থেকে অনলাইনে অ্যাডাল্ট ভিডিও (video) তৈরি করে সম্প্রতি খবরের শিরোনামে উঠে আসেন তিনি। ঐ মহিলা যে শুধু অ্যাডাল্ট ভিডিও তৈরি করেন তা কিন্তু নয়, ক্যামেরার (Camara) সামনে প্রস্রাব করে সেই প্রস্রাব বেশ চড়া দামে ভক্তদের মাঝে বিক্রিও করেন তিনি। এমনকি কুটির ভক্তরাও সেই প্রস্রাব কেনার জন্য সদা আগ্রহে অপেক্ষা করে থাকেন অনলাইনে। শুধু তাই নয়, কুটি তার প্রস্রাব বিক্রি শুরু করার সাথেই সেই স্টক (stock) শেষ হয়ে যায়। একথা কুটির প্রস্রাবের চাহিদা রয়েছে তুঙ্গে।
এক সাক্ষাৎকারে কুটি জানান, বিকিনি থেকে শুরু করে অন্তর্বাস, বিভিন্ন পোশাকে, বিভিন্ন স্থানে প্রস্রাব করেছেন তিনি। তার এক কাপ প্রস্রাবের দাম ভারতীয় মুদ্রায় ৫ হাজার ২০৭ টাকা। তবে কেউ যদি বেশি পরিমাণে তার প্রস্রাব কিনতে চান সেক্ষেত্রে ডিসকাউন্টও (Discount) দিয়ে থাকেন তিনি। কুটির দাবি, তার প্রস্রাব নাকি বিভিন্ন কাজে লাগান গ্রাহকরা। এছাড়াও লাইভে (Live) প্রস্রাব করা দেখতে বেশ পছন্দ করেন তাঁরা। তবে লাইভে প্রস্রাব করতে আসার আগে বড় দু’কাপ ভর্তি জল খান কুটি। আর এতেই নাকি এক এক সময় ১০ মিনিট পর্যন্ত লাগাতার প্রস্রাব করতে পারেন তিনি।