#লাইফস্টাইল ডেস্কঃ সঠিক জীবন সঙ্গী বাছাই করা খুবই গুরুত্বপূর্ণ। কারণ জীবন সঙ্গিনী যদি একটু খারাপ চরিত্রের মানুষ হয়ে থাকে এক্ষেত্রে বিবাহিত জীবন কিংবা প্রেমের সম্পর্ক ভেঙে চুরমার হয়ে যেতে পারে। ফলে বিষন্নতা গ্রাস করতে পারে আপনাকে। তবে আপনি যদি জানেন কোন ধরনের ছেলে অথবা মেয়েদের সাথে প্রেমের সম্পর্ক গড়া উচিত নয় তাহলে আপনার জীবন হয়ে উঠতে পারে সুখময়।
তাই এই পোষ্টটির (Post) মাধ্যমে আজকে আলোচনা করা হবে কোন ধরনের মেয়েদের সাথে সম্পর্কে যাওয়া একদমই উচিত নয়। পরবর্তী আলোচনা করা ছেলেদের নিয়ে।
|কোন ধরনের মেয়েদের সাথে সম্পর্কে যাওয়া উচিত নয়:
১.যে মেয়ে আপনার আগেও দুই তিনটি সম্পর্কে জড়িয়েছে বা ছোট ছোট বিষয় নিয়ে তাদের সাথে ব্রেকআপ (Brackup) করে ফেলেছে। এমন মেয়েদের এড়িয়ে চলুন। কারণ এধরনের মেয়েদের চরিত্র খারাপ হতে পারে। এরা আপনার সাথে সম্পর্কে থাকার সত্ত্বেও অন্য যে কোন ছেলের প্রতি অনায়াসেই আগ্রহী হয়।
২.যে মেয়ে প্রচন্ড অর্থলোভী। এমন মেয়েদের এড়িয়ে চলুন। এরা আপনার সাথে ভালোবাসা কিংবা শারীরিক সম্পর্ক তৈরি করার পরেও পয়সাওয়ালা ছেলে দেখলে সেদিকেই ছুটবে।
৩.যে মেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তা নেই। এমন মেয়েদের সাথে প্রেমের সম্পর্ক তৈরি করতে যাবেন না। কারণ এরা কোন কিছু যাচাই-বাছাই না করেই যে কারো সাথে প্রেমের সম্পর্ক তৈরি করে। হয়তো মেয়েটি আজ আপনার কাল অন্য কারো।
বিঃদ্রঃ তবে সব মেয়েই খারাপ হয়না। কেউ কেউ পরিস্থিতির কবলে পড়েও খারাপ হতে বাধ্য হয়।