#লাইফস্টাইল ডেস্কঃ মেয়েদের মন বোঝা বড়ই কঠিন। স্বয়ং কবিরাও বলে গেছেন একথা। ফলে একটি মেয়ে লুকিয়ে লুকিয়ে কতো জনের সাথে প্রেম করছে সেটাও বোঝা মুশকিল। কারণ মেয়েরা ছেলেদের তুলনায় গোপন কথা গোপন রাখতে খুব বেশি পারদর্শী। তারা ছেলেদের তুলনায় অতি চালক চতুর হয়ে থাকে। এমনকি মেয়েরা নিজেদের বয়ফ্রেন্ডদের (Boyfriend) এমন ভাবে ম্যানেজ করে যে একজন অন্য আরেকজনের বিষয়ে জানতে পারে না।
তবে একটি মেয়ে চাইলে তাঁর একাধিক বয়ফ্রেন্ড (Boyfriend) থাকতেই পারে। তার নিজের ভালোলাগার উপর নির্ভর করে সেটা। কিন্তু আপনি বুঝবেন কিভাবে কোন মেয়ের কতো বয়ফ্রেন্ড রয়েছে? বা একটি মেয়ের পক্ষে সর্বোচ্চ কতো গুলো ছেলের সাথে প্রেম করা সম্ভব? চলুন জেনে নেই।
১.একটি মেয়ে যদি চায় সে ৭-৮ জনের সাথে অনায়াসে প্রেম করতে পারে। কিন্তু এতে তারই বিপদ। ৭-৮ জনকে টাইম দেওয়া তার পক্ষে সম্ভব নয়। কারণ সবাই যদি একসাথে তার সঙ্গে দেখা করতে চায় এক্ষেত্রে বিপদে পড়তে পারে মেয়েটি।
২.একটি মেয়ে চাইলে ৫-৬ জনের সাথে প্রেম করতে পারে। চাইলেই সে আলাদা আলাদা সিডিউল (schedule) তৈরি করে তাদের সাথে দেখা করতে পারে। কিন্তু ৫-৬ জনের সাথে ফোনে কথা বলা অসম্ভব।
৩.তবে একটি মেয়ে চাইলে ৪ জনের সাথে কোন সমস্যা ছাড়াই প্রেম করতে পারে। স্কুল/ কলেজে একজন, পাড়ায় একজন এবং টিউন সেন্টারে একজনে রেখে তাদের সাথে ফোন নম্বর বিনিময় না করে বাকি একজনের সাথে ফোনে দিব্যি কথা বলতে পারে। তবে জানিয়েছে দিই, ভালো মেয়েরা কখনোই একের বেশি কারো সাথে সম্পর্কে জড়ায় না। তাদের কাছে একজনই শ্রেয়।
কিভাবে বুঝবেন কোন মেয়ের কতো বয়ফ্রেন্ড রয়েছে? Coming soon