#নিউজ ডেস্কঃ বাড়িতে কুকুর পোষার বদলে নেকড়ে (Wolf) নিয়ে আসলেন এক তরুণী। শুধু তাই নয়, বাড়িতে নেকড়ে আনার কারণ সম্পর্কে নেকড়ের মধ্যে নিজের চরিত্র খুঁজে পেয়েছেন বলে দাবি করেছেন তিনি। আলিদা ন্যাসিরোভা হচ্ছে ওই তরুণীর নাম। তিনি রাশিয়ার (Russia) বাসিন্দা।
সংবাদ মাধ্যমকে আলিদা বলেন, তার পোষ্য নেকড়েটির তিনি নাম রেখেছেন কিরা (Kira)। কিরাকে তিনি আলাস্কান মালমুটের সংকর থেকে বাড়িতে নিয়ে আসেন। এবং সে একটি কানাডিয়ান নেকড়ে। আলিদা জানিয়েছেন, সাধারণ কুকুরের মতোই বড় হচ্ছে ওই নেকড়েটি। কিন্তু স্বভাবগত ভাবে কুকুরের থেকেও সে বেশি শান্ত।
নিজের চরিত্রের মিল দেখে নেকড়েটিকে বাড়িতে নিয়ে আসেন আলিদা। এ বিষয়ে তিনি জানিয়েছেন, নেকড়েটিকে যখন তিনি বাড়িতে এনেছিলেন সে খুবই ছোট্ট ও শান্ত ছিল। অনেকটা আমি বাচ্চা বয়সে যেমন ছিলাম। এরপর সে ধীরে ধীরে বড় হতে হতে সে আমার মতোই ভদ্র হয়ে উঠে। শুধু তাই নয়, খাওয়াদাওয়া নিয়েও তার কোনও বায়না নেই। মাছ, মাংস,সব্জি সবই খেয়ে নেয় সে।
আলিদা আরও বলেন, তার কুকুর পছন্দ নয়। তাই কুকুর না এনে যখন তিনি কিরাকে (নেকড়ে) প্রথম বাড়িতে নিয়ে এসেছিলেন তখন স্বাভাবিক ভাবে তার মা জাভেদা (Javeda) কিরাকে দেখে আঁতকে উঠেন। কারণ তার মনে হয়েছে কিরা একটি হিংস্র পশু। কিন্তু পরে ঠিকই আমার কাছে মাথা নত করেন মা। আলিদা বলেন, কিরা হিংস্র নয় খুবই শান্ত। সে কুকুরের সাথে খেলতে খুব ভালোবাসে।