Thursday, December 7, 2023

Patrice Lumumba: দীর্ঘ 61 বছর আইনী লড়াই, প্রধানমন্ত্রীর সোনায় মোড়ানো দাঁত ফিরে পেলেন দেশটির জনগণ

Lates-news-After-61-years-of-legal-battles-the-people-of-the-country-have-regained-the-Prime-Ministers-gold-plated-teeth

#নিউজ ডেস্কঃ দীর্ঘ ৬১ বছর ধরে আইনি জটিলতার পর কঙ্গোর প্রথম প্রধানমন্ত্রী প্যাট্রিস লুমুম্বার (Patrice Lumumba) দাঁত ফেরত পেলেন দেশটির জনগন। এতদিন ধরে এ দাঁত সংরক্ষিত ছিল বেলজিয়ামের (Belgium) একটি মিউজিয়ামে। মধ্যে আফ্রিকার দেশ কঙ্গোর প্রধানমন্ত্রী প্যাট্রিস লুমুম্বার’কে হত্যার পর তার মৃতদেহ এসিড (Acid) দিয়ে পুড়িয়ে ফেলা হয়, আর তাই একমাত্র এ দাঁত ছাড়া কিছুই অবশিষ্ট ছিলো না তার। 

জানা গেছে, ১৯৬০ সালে ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে লড়াই করে মাত্র ৩৪ বছরে কঙ্গোর প্রধানমন্ত্রীর পথ হাসিল করেছিলেন লুমুম্বা। কিন্তু কয়েক মাসের মধ্যেই সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা হারান তিনি। এরপর খুন করা হয় তাকে এবং তার এক সঙ্গীকে। শুধু তাই নয়, খুনের পর প্রধানমন্ত্রী লুমুম্বারের সব স্মৃতিচিহ্ন মুছে ফেলতে তার মরদেহ পুড়িয়ে ফেলা হয় এসিড দিয়ে। কিন্তু মরদেহ দাহ করার সময় সেখানে থাকা এক পুলিশ কর্মী লুমুম্বারের একটি দাঁত খুলে নেয় তার শরীর থেকে। পরবর্তীতে সেই দাঁত পোঁছে গিয়েছিল বেলজিয়ামে। 
 
কঙ্গোর রাষ্ট্রীয় সংবাদপত্রের খবর অনুযায়ী, তিনদিনের শোক পালনের মাধ্যমে রাষ্ট্রীয় মর্যাদায় কঙ্গোতে দাফন করা হয় সেই সোনায় মোড়ানো দাঁতটি। তবে কঙ্গোবাসীর কাছে এটি শুধুই একটি দাঁত নয়, এটি হল তাদের স্বাধীনতার প্রতীক। দীর্ঘ ৬১ বছর আইনী লড়াইয়ের শেষে গত সপ্তাহে বেলজিয়াম ফেরত দেয় কঙ্গোর জাতীয় বীরের স্মৃতিচিহ্নটি।

কঙ্গোর বর্তমান প্রেসিডেন্ট ফেলিক্স সিসেকেদি (Felix Siskedi) বলেন, এ দাঁত ফিরিয়ে আনার মাধ্যমে আমাদের নায়ক লুমুম্বা বিশ্বব্যাপী আরও বেশি পরিচিতি পাবে। প্যাট্রিস লুমুম্বার মেয়ে জুলিয়ানা লুমুম্বা (Juliana Lumumba) জানান, ৬১ বছর পর হলেও এখন বলতে পারছি যে বাবা বাড়ি ফিরেছেন। আমার ধারণা, কঙ্গোবাসীও খুশি। কারণ ৬১ বছর অনেক দীর্ঘ একটা সময়। 
আপনার জন্য
WhatsApp Logo