Thursday, December 7, 2023

News: টাইট প্যান্ট পড়লে কমে যেতে পারে স্পার্ম কাউন্ট, তাই সমস্ত পুরুষদের লুঙ্গি পড়ার পরামর্শ চিকিৎসকদের

Physicians advise men to wear lungi

#নিউজ ডেস্কঃ বর্তমানে ফ্যাশন (Fashion) করতে গিয়ে শরীরের সাথে লেপ্টে থাকা পোশাক ও প্যান্ট (Pants) পড়ছেন বহু যুবকরা। কিন্তু এর ফলে তাঁরা নিজেরাই নিজেদের কি পরিমাণ ক্ষতি ডেকে আনছেন তাঁরা নিজেরাও জানেন না। চিকিৎসকরা বলছেন, স্কিনি বা স্কিন টাইট পোশাক পড়লে পুরুষ শরীরে কমে যেতে পারে স্পার্ম কাউন্ট। এর ফলে তারা বাবা হওয়ার সৌভাগ্যপানাও হারিয়ে বসতে পারেন।

চিকিৎসকদের মতে, বিশ্বজুড়েই টাইট পোশাকের পাশাপাশি আবহাওয়ার পরিবর্তন ও বাড়তে থাকা পারদ পুরুষদের বন্ধ্যত্বের সবচেয়ে বড় কারণ। টাইট প্যান্ট পড়লে শরীরের ঐ অঙ্গে বাতাস চলাচলে বাঁধা পায়। এরফলে স্পার্ম ডিএনএ (DNA) ভেঙে যেতে পারে। এজন্য ভারতের মতো গরম পরিবেশ যুক্ত আবহাওয়া পুরুষদের খোলামেলা পোশাক অর্থাৎ লুঙ্গি কিংবা ধুতি পড়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।
 
হু-এর একটি রিপোর্ট অনুযায়ী, সারা বিশ্বে বন্ধ্যত্বের সমস্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ থেকে ২০ শতাংশে। যার মধ্যে পুরুষদের বন্ধ্যত্বের সংখ্যা ৪০% ছুঁই ছুঁই। চিকিৎসকরা বলছেন, একজন পুরুষ আগে ২০ থেকে ৩০ বছর বয়স হলেই বাবা (Father) হয়ে যেত। আর এখন একজন পুরুষ বিয়েই করছেন ৩০ বছর পর। এমনকি মহিলাও তাই। আর এ জন্যও বাড়ছে বন্ধ্যত্বের সংখ্যা। 
আপনার জন্য
WhatsApp Logo