#নিউজ ডেস্কঃ ১৯৭৩ সালে বিশ্বের প্রথম মোবাইল ফোন আবিষ্কার করে মানব ইতিহাসে সাড়া ফেলে দিয়েছিলেন মার্টিন কুপার (Martin Cooper)। আজ তিনিই বলছেন মোবাইল ব্যবহার কমিয়ে দিয়ে এবার জীবনটাকে উপভোগ করতে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন কুপার।
সাক্ষাৎকারে কুপার বলেছেন, আমি নিজে ৫ শতাংশেরও কম সময় জীবনে ব্যায় করেছি মোবাইল ফোন ব্যবহারের পেছনে। আর তাই মনে হচ্ছে এবার মানুষেরও কম সময় দেওয়া উচিত এ যন্ত্রটির পিছনে। সাক্ষাৎকার গ্রহণকারী জেইন ম্যাককাবিন কুপারকে প্রশ্ন করেন, আমিও তো দিনে ৫ ঘন্টা ফোন ব্যবহার করি, তাহলে আমার মতোন বাকিদেরকে কি পরামর্শ দেবেন? প্রশ্নের উত্তরে কুপার বলেন, স্যতি স্যতি আপনি দিনে ৫ ঘন্টা এটি ব্যবহার করেন? এরপর কুপার একটু হেসে বলেন, জীবনটাকে এবার উপভোগ করুন।
উল্লেখ্য, ১৯৭৩ সালে বিশ্বের প্রথম মোবাইল ফোন আবিষ্কার করেছিলেন কুপার। এরপর ঐ ফোনটি দিয়ে প্রতিবেশী বন্ধু জোয়েল এঙ্গেলকে (Joel Angle) কল করেন তিনি। এরপর জোয়েলকে ফোনের মাধ্যমে কুপার বলেন, দেখো স্যতি কারের সেলফোন। জানা গেছে, বিশ্বের প্রথম মোবাইল ফোনটি এক চার্জে মাত্র ২৫ মিনিট চলতো। আর ব্যাটারি ফুল চার্জ হতে সময় লাগতো ১০ ঘন্টা। ১০ ইঞ্চি লম্বা ওই ফোনটির ওজন ছিল আড়াই পাউন্ড।