#লাইফস্টাইল ডেস্কঃ ঝগড়া হলেই স্ত্রী শুধু বাপের বাড়িতে চলে যাবার হুমকি দিতে থাকে, বিবাহিত জীবনে এটি একটি নিত্য প্রতিদিনের ঘটনা। অনেকের ক্ষেত্রে তো এই হুমকি ভরা কথাটি আবার স্যতি হয়ে যায়। অর্থাৎ স্ত্রী স্যতি স্যতি ঘর ছেড়ে বাপের বাড়িতে চলে যায়। আর তখনই ঘটে বিপত্তি। স্ত্রী বাড়ি ছেড়ে চলে যাবার কারণে অতি সংকটজনক পরিস্থিতি তৈরি হয় সংসারে। এমনকি মানসিক চাপেও ভুগতে থাকেন স্বামী।
তবে স্ত্রী যদি ঘনঘন বাপের বাড়ি চলে যাবার হুমকি দিতে থাকে এক্ষেত্রে ভয়ের কোন কারণ নেই। সাধারণ কিছু কৌশল অবলম্বন করলে এ ভয় থেকে চিরতরে মুক্তি পাওয়া সম্ভব। শুধু তাইই নয়, কৌশলটি অবলম্বন করলে, স্ত্রী কখনোই আপনাকে বাপের বাড়িতে চলে যাওয়ার কথাটিও বলতে সাহস পাবে না।
|স্ত্রী বাপের বাড়িতে চলে যাওয়ার ভয় দেখালে যা করবেনঃ
১.এ বিষয়ে বন্ধুর সাথে কথা বলুন। বলুন যে আজকে স্ত্রী তার বাপের বাড়িতে বেড়াতে যেতে চাইছে। আর এই সুযোগে বন্ধুকে বাড়িতে ডেকে নিন। বলুন পার্টি (Party) করার কথা। দেখবেন এ কথা শোনার পর স্ত্রী আর বাপের বাড়িতে যেতে চাইবে না।
২.বন্ধুর ফোন (Phon call) এলে ফোনটা নিয়ে একটু আড়ালে চলে যান। এরপর নিম্নস্বরে অথবা ফিস ফিস করে কথা বলুন ওই বন্ধুর সাথে। এরপর দৌড়ে চলে যান স্ত্রীর কাছে। মিষ্টি মিষ্টি কথা বলুন অথবা মিষ্টি খাওয়াতে পারেন তাকে। এতে করে স্ত্রীর মনে আপনাকে নিয়ে সন্দেহ তৈরি হবে। তারপর স্ত্রী কখনোই আর বাড়ি ছেড়ে চলে যাবার ভয় দেখাবে না।
৩.স্ত্রী যদি অতিরিক্ত বাপের বাড়িতে চলে যাবার ভয় দেখাতে থাকে সেক্ষেত্রে নিজে থেকেই কখনো কখনো স্ত্রীকে বাপের বাড়ি থেকে ঘুরে আসার কথা বলতে পারেন। এতে করে স্ত্রীর মনে আবারও সন্দেহ তৈরি হবে আপনাকে নিয়ে। স্ত্রীর মনে হতে পারে এ সুযোগে আপনি হয়তো বাড়িতে অন্য কাউকে নিয়ে আসতে পারেন।