Saturday, December 2, 2023

Madhya Pradesh: জঙ্গলে কাঠ আনতে গিয়ে খুলে গেল ভাগ্য, ৪.৩৯ ক্যারেটের হীরে খুঁজে পেলেন মহিলা

A woman found a 4.39 carat diamond while fetching wood in the forest

#নিউজ ডেস্কঃ কেউ বাড়ি বিক্রির দুই ঘণ্টা আগে লটারিতে জিতছেন ১ কোটি টাকা। কেউবা আবার তিমির বমি খুঁজে পেয়ে তা বিক্রি করে হয়ে যাচ্ছেন কোটিপতি। তবে এবারো ঠিক একই রকম ঘটনা ঘটলো যেখানে এক গরিব মহিলা জঙ্গলে কাঠ আনতে গিয়ে খুঁজে পেলেন ৪.৩৯ ক্যারেটের (Carat) বহু মূল্যবান এক হীরে। ঘটনাটি ঘটেছে, মধ্যপ্রদেশের (Madhya Pradesh) পান্নারে। গেন্ডা বাই হল ওই মহিলার নাম।

খবর সুত্রে জানা যায়, ওই মহিলা যে হিরেটি খুঁজে পেয়েছেন তার দাম হতে পারে আনুমানিক ২০ লক্ষ টাকা। হিরেটি ছিল ৪.৩৯ ক্যারেটের। যদিও বহু মূল্যবান ওই হিরেটি খুঁজে পাওয়ার পর ওই মহিলা সেটিকে সরকারি দফতরে জমা দিয়ে দেন। এবং পরবর্তীতে মধ্যপ্রদেশের পান্নার ডায়মন্ড ইনস্পেক্টর অনুপম সিংহ তিনি এই হিরেটি নিলামে তুলতে চলেছেন।

অনুপম সিংহ জানিয়েছেন, মহিলার খুঁজে পাওয়া হিরেটি ‘আনকাট’ অর্থাৎ পালিশ করা নয়। তাই খুব শীঘ্রই এটিকে নিলামে তোলা হবে। এবং নিলামের পর সরকারি ট্যাক্স (tax) বাদ দিয়ে পুরো টাকাটাই তুলে দেওয়া হবে গেন্ডা বাইয়ের হাতে। অনুপম আরোও বলেন, মধ্যপ্রদেশের পান্না জেলা হচ্ছে হীরের খনির জন্য বিখ্যাত। 

এদিকে বহু মূল্যবান এ হীরে খুঁজে পেয়ে খুশি গেন্ডা বাই। তিনি হীরে বিক্রির টাকা দিয়ে প্রথমে নিজের বাড়ি সারাতে চান। এরপর বিয়ে দিতে চান বিবাহযোগ্য ২ মেয়ের।
আপনার জন্য
WhatsApp Logo