Friday, December 1, 2023

Lifestyle: মেয়েদের মাথাতেও টাক পড়া উচিৎ, তাহলে শুধু ছেলেদের মাথাতেই কেন বেশি টাক পড়ে, জানেন?

Why boys are more bald than girls

#লাইফস্টাইল ডেস্কঃ চুল পড়ার সমস্যা আজকাল নারী-পুরুষ উভয়ের ক্ষেত্রেই দেখা যায়। তবে অতিরিক্ত চুল ঝরতে থাকলে তা অত্যন্ত চিন্তার বিষয়। মেয়েদের তুলনায় একটি বয়স পাড় হবার পর ছেলেদের ক্ষেত্রে এই সমস্যাটা বেশি দেখা দেয়। যা জানান দেয়, সমস্ত চুল পড়ে গিয়ে টাক মাথার (Bald head) সমস্যায় ভুগতে চলেছেন আপনি।

অপরদিকে মেয়েদের ক্ষেত্রে সারাবছর চুল ঝরে পড়ার সমস্যা থাকলেও তাঁরা কিন্তু কখনও টাক হয়ে যায় না। শুধু মাত্র ছেলেদের ক্ষেত্রেই এ সমস্যা বেশি দেখা দেয়। বিশেষ করে মাথার সামনের দিক থেকে চুল উঠতে শুরু করে ছেলেদের। তাহলে এবার প্রশ্ন হলো, ছেলেরাই কেন টাক হয়ে যায়, মেয়েরা কেন কেন?
 
বিজ্ঞান বলে, এন্ড্রোজেন হরমোনের (Androgen hormone) কারণেই মূলত চুল পড়ার সমস্যা বেশি দেখা যায় ছেলেদের মধ্যে। এই হরমোন পুরুষদের প্রজনন ক্ষমতার কাজে লাগে। তাই এই হরমোন ভারসাম্যহীনতার কারণে ছেলেদের বেশি চুল পড়ে। অপরদিকে মেয়েদের শরীরে এই হরমোনের উপস্থিতিই নেই, তাই টাক পড়ে না তাদের। পাশপাশি বংশগত কারণেও চুল পড়ে অনেকের। অল্প বয়সে চুল উঠার সমস্যা থাকলে ধরে নিতে হবে বংশের কারো এধরনের সমস্যা আছে। পুরো ব্যাপারটাই ঘটে হরমোন ও ডিএনএর প্রভাব।
আপনার জন্য
WhatsApp Logo