#লাইফস্টাইল ডেস্কঃ বেশি হ্যান্ডসাম কিংবা বেশি স্মার্ট নয়। কম সুন্দর ও কম স্মার্ট পুরুষদের সাথেই খুশী থাকে নারীরা। শুধু তাই নয়, কম সুন্দর পুরুষরা স্ত্রীর সৌন্দর্যের মর্ম বুঝতে পেরে তাকে সর্বদা খুশি করার চেষ্টা করে। ফ্লোরিডার স্টেট ইউনিভার্সিটির (State University) এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। যে গবেষণা পত্রে বলা হয়েছে, জীবন সঙ্গী হিসেবে নারীদের সবসময় তার থেকেও কম সুন্দর পুরুষদের বিবাহ করা উচিত।
১২৩ জন নববিবাহিত দম্পতিদের নিয়ে একটি গবেষণায় চালিয়েছিল ফ্লোরিডা ওই ইউনিভার্সিটি। যেখানে স্বামী-স্ত্রীকে তাদের চেহারার ওপর ভিত্তি করে নম্বর দেওয়া হয়েছিল। সাথে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চালানো হয় তাদের উপর। আর সেই পরীক্ষাতেই মূলত উঠে এসেছে যে, স্ত্রীর চেয়ে সৌন্দর্যে পিছিয়ে থাকা স্বামীরা সম্পর্ক টিকিয়ে রাখার ক্ষেত্রে বেশি যত্নবান (caring)। তাঁরা স্ত্রীকে খুশি করার জন্য প্রতিনিয়ত নতুন নতুন কৌশল অবলম্বন করে থাকেন। কখনো বা উপহার দিয়ে কখনো বা ঘর মুছে স্ত্রীকে খুশি করার চেষ্টা করেন তাঁরা।
ওই গবেষণায় আরো দেখা গিয়েছে যে, দাম্পত্য জীবনে পুরুষ সঙ্গী বেশি আকর্ষণীয় হলে হীনমান্যতায় (Inferiority) ভোগেন নারীরা। ফলে সম্পর্ক খারাপ হতে থাকে ধীরে ধীরে। অন্যদিকে পুরুষ সঙ্গী যদি অসুন্দর হয় তাহলে সেই ঝুঁকি আর থাকে না। স্ত্রী সুন্দর হবার কারণে তার সব কথাই শুনেন স্বামী। এবং সর্বদা তাঁর খেয়াল রাখেন। কারণ স্ত্রীকে হারানোর ভয় কাজ করে তাদের মনে। অপরদিকে আবার স্ত্রী কম সুন্দর আর স্বামী বেশি সুন্দর হলে সম্পর্কে খারাপ প্রভাব পড়ে।