Saturday, December 2, 2023

Ivana Trump: মারা গেলেন ট্রাম্পের প্রথম বিবাহিত স্ত্রী ইভানা, স্ত্রীর মৃত্যুতে শোকস্তব্ধ ট্রাম্প

Ivana, Trump's first married wife, has died

#নিউজ ডেস্কঃ মারা গেলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম স্ত্রী ও তার ৩ সন্তানের মা ইভানা ট্রাম্প (Ivana Trump)। মৃত্যু কালে বয়স হয়েছিল ৭৩ বছর। বৃহস্পতিবার (Tuesday) ১৫ জুলাই ডোনাল্ড ট্রাম্প তার সোস্যাল প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে (Truth Social) স্ত্রীর মৃত্যুর দুঃসংবাদের কথা জানিয়েছেন। যদিও বা তার স্ত্রী ইভানার মৃত্যুর কারণ সম্পর্কে ওই পোষ্টে উল্লেখ করেননি ট্রাম্প।

নিউইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনে বলা হয়েছে, স্ত্রীর মৃত্যুতে গভীর ভাবে শোকাহত ট্রাম্প। নিউ ইয়র্ক সিটিতে (New York City) নিজ বাড়িতেই মারা গেছেন তিনি। ৭৬ বছর বয়সী স্ত্রীর মৃত্যুর সংবাদ জানিয়ে ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেছেন, ইভান ছিলেন চমৎকার, সুন্দর এবং দুর্দান্ত এক মহিলা। যার জীবন ছিল অনুপ্রেরণামূলক। ও তার গর্ব এবং আনন্দ ছিল তার তিন সন্তান ডোনাল্ড জুনিয়র, ইভাঙ্কা এবং এরিককে নিয়ে ‘রেস্ট ইন পিস’ ইভানা।

জানা গেছে, ১৯৭৭ সালে ইভানার সাথে বিয়ে হয় ট্রাম্পের। তখন ট্রাম্প ছিলেন একজন উদীয়মান রিয়েল এস্টেট ডেভলপার (Real estate developer) অন্যদিকে তার স্ত্রী ইভানা ছিলেন একজন মডেল। ট্রাম্পের সাথে ইভানার বিয়ে হবার পরপরই বছর খানেকের মধ্যে জন্ম নেয় তাদের প্রথম সন্তান ডোনাল্ড জুনিয়র। এরপর ১৯৮১ সালে ইভাঙ্কা এবং ১৯৮৪ সালে এরিকের জন্ম হয়। যদিও নব্বইয়ের দশকের শুরুতে ট্রাম্পের সাথে বিচ্ছেদ ঘটে ইভানার। এরপর ১৯৯৩ সালে ম্যাপলসকে বিয়ে করেন ট্রাম্প। 

Donald Trump’s first wife Ivana Trump, 73, has died, the former US president wrote on his social media platform Truth Social

The couple married in 1977 and divorced in 1992. They had three children together: Donald Jr., Ivanka and Eric pic.twitter.com/jfxVogac7a

— INDIA NARRATIVE (@india_narrative) July 15, 2022

সেই বিয়েও টিকে ছিল ১৯৯৯ সাল পর্যন্ত। এরপর তৃতীয় বিয়ে মেলানিয়াকে করেন ট্রাম্প। এখনও টিকে আছেন ওই স্ত্রী।
আপনার জন্য
WhatsApp Logo