#নিউজ ডেস্কঃ ২ রূপবতী সুন্দরী তরুণীর পাতা ফাঁদে পা দিয়ে নিজের রেজিমেন্টের সমস্ত গোপন তথ্য ফাস করে দিলেন ভারত-পাক সীমান্ত (india pakistan border) বর্ডারে কর্মরত বাঙালি জাওয়ান শান্তিময় রাণা। শুধু তাই নয়, গোপন তথ্য ফাঁস করার পাশাপাশি তিনি যেখানে পোস্টেড সেখানকার ছবিও পাঠিয়েছিলেন ওই ২ তরুণীর কাছে। যদিও এ ঘটনা জানাজানি হতেই শান্তিময়কে দ্রুত হেফাজতে নেয় উদ্বোধন কর্মকর্তারা।
এক আধিকারিক জানিয়েছেন, ওই ২ তরুণীর সাথে শান্তিময়ের পরিচয় হয়েছিল ফেসবুকের (Facebook) মাধ্যমে। ওই ২ তরুণী ছিল পাকিস্তানি এজেন্ট (pak agent)। তবে তারা শান্তিময়ের সাথে বন্ধুত্ব করার জন্য একজন নিজের নাম বলেছিল গুরনুর কউর ওরফে অঙ্কিতা। এবং সে উত্তরপ্রদেশের শাহজাহানপুরে সেনার ইঞ্জিনিয়ারিং বিভাগে কর্মরত ছিল বলে জানিয়েছিল। এছাড়াও অপর তরুণী ফেক নাম দিয়েছিল নিশা। তিনি সেনার নার্সিং পরিষেবার সঙ্গে যুক্ত বলে বলেছিল শান্তিময়কে।
জানা গেছে, ২ তরুণীকে ভারতীয় ভেবে তাদের প্রেমে মজে গিয়েছিল শান্তিময়। এরপর তাঁরা মিষ্টি মিষ্টি কথা বলে শান্তিময়ের কাছ থেকে তার রেজিমেন্টের সমস্ত গোপন তথ্য হাতিয়ে নেয়। সংবাদ সুত্রে খবর, ২০১৮ সালে সেনার চাকরি লাভ করে শান্তিময়। এদিকে উচ্চপদস্থ আধিকারিকরা ওই মেয়ে দুটোর ব্যপারে আরোও কিছু জানার চেষ্টা করছেন।