Thursday, December 7, 2023

Fruits medicine: ঔষধ নয়, শুধুমাত্র ফল খেয়েই সেরে গিয়েছে কোষ্ঠকাঠিন্য ও হৃদরোগের মতন মারাত্মক সব অসুখ, দাবি দম্পতি

Eating fruit alone cures all deadly diseases,

#নিউজ ডেস্কঃ ৪ বছর ধরে নিয়মিত ফল খেয়েই সেরে গিয়েছে কোষ্ঠকাঠিন্য, হৃদরোগ, ওজন বৃদ্ধি, ব্রণ, ডার্ক সার্কেল এবং ডিহাইড্রেশনের মতোন মারাত্মক সব অসুখ। এমনটাই দাবি করেছেন ইউরোপের আলি রেজা খোরাসানী (৩৮) ও এশিয়ার ড্যানিয়েলা সাইরা (২৫) নামে এক দম্পতি। শুধু তাইই নয়, গত ৪ বছর ধরে ফল ছাড়া আর কিছুই মুখে তেলেননি বলে জানান তাঁরা।

২০১৭ সালে ইনস্টাগ্রামে (Instagram) পরিচয় হয়েছিল ওই দম্পতির। এরপর থেকেই দু’জনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে পড়েন। তবে বিয়ের পর আলি ও ড্যানিয়েলা জানতে পারেন, তাদের দুজনেরই রয়েছে আলাদা আলাদা অসুখ। ড্যানিয়েলা কোষ্ঠকাঠিন্য, হৃদরোগ, ওজন বৃদ্ধি, ব্রণ, ডার্ক সার্কেল, ডিহাইড্রেশন সহ আরও ইত্যাদি সমস্যায় ভুগছেন। এদিকে আলির রয়েছে খাবারে অনিচ্ছা, উদ্বেগ এবং হজমের সমস্যা।

এক সাক্ষাৎকারে ওই দম্পতি জানিয়েছেন, ঔষধের কথা চিন্তা না করে এরপর ফল খাওয়া শুরু করেন তাঁরা। বিভিন্ন জাতের ফল খান দুজন। এর দুই সপ্তাহ পর থেকেই ফলাফল পেতে শুরু হয়। তাদের বিশ্বাস, ফলই হল সর্বোত্তম মানব খাদ্য। ফল-ভিত্তিক ডায়েট (Diet) হলো একটি উচ্চ শর্করাযুক্ত খাদ্য। যা তুলনামূলকভাবে অল্প কয়েকটি শাক-সবজি, বাদাম এবং ফলে পাওয়া যায়। আর এভাবেই ৪ বছর ধরে নিয়মিত ফল খাওয়া শুরু করেন দুজন স্বামী-স্ত্রী।

আলি বলেন, তিনি পূর্বে একজন জিম ট্রেনার (Gym trainer) ছিলেন। আর যার দরুন রোজ মাছ-মাংস ও ডিম খেতে হতো থাকে। এরফলে নানান সমস্যা দেখা দেয় তার ত্বকে। ড্যানিয়েলা বলেন, অত্যাধিক ঘাম, কোষ্ঠকাঠিন্য, গ্যাস্ট্রিক, ওজন বৃদ্ধি, ডিহাইড্রেটেড, তন্দ্রাচ্ছন্ন অনুভব করতেন তিনি। কিন্তু নিয়ত ফল খাওয়ার পর এ সমস্যা আর তার মধ্যে নেই। এ বিষয়ে আলি জানিয়েছে, মাছ, মাংস, ডিম ইত্যাদি খেলে শরীরে অনেক ক্ষতি হয়, এখন এই বার্তা-ই সমাজে প্রচার করেন তিনি।
আপনার জন্য
WhatsApp Logo