#বিজনেস ডেস্কঃ ব্যবসা করার ইচ্ছা সবার মধ্যেই থাকে। কিন্তু ভালো কোন রাস্তা কিংবা সঠিক বিজনেস আইডিয়ার (Business idea) অভাবে এ স্বপ্ন শুধু স্বপ্নই থেকে যায়। অপরদিকে কেউ হয়তো ব্যবসা করছেন কিন্তু লাভবান হচ্ছেন না। আবার কেউ হয়তো ব্যবসা করেও এ লাইনে ব্যর্থ হয়েছেন।অন্যদিকে কারো আবার ব্যবসাই বন্ধ হওয়ার পথে। তাই আজকে এ পোষ্টের মধ্যমে আলোচনা করা হবে এমন ৫ টি বিজনেস আইডিয়ার (Business idea) বিষয়ে। যে ব্যবসা কখনোই বন্ধ হবে না। উল্টো লাভের মুখ দেখবেন আপনি।
ব্যবসা করার জন্য স্থান,কাল,দিন বিবেচনা করা অত্যন্ত জরুরি। সাথে প্রয়োজন বুদ্ধিমত্তার। কারণ এ বুদ্ধিমত্তার মাধ্যমেই আপনি আপনার প্রতিপক্ষকে ভালো রকম টেক্কা দিতে পারবেন। বড় বড় সব বিজনেসম্যান’রা এটাই প্রয়োগ করে এতো দূর পৌঁছেছেন তারা। তবে একটা কথা মনে রাখবেন, কোন কাজই ছোট নয়। ছোট একটি ব্যবসার মাধ্যমেও আপনি কিন্তু বড় একটি জায়গায় পৌঁছতে পারেন।
|৫ ব্যবসা কখনোই বন্ধ হবে নাঃ
১.সেলুনঃ এই ব্যবসা কখনোই বন্ধ হবে না। যতদিন মানুষ থাকবে চুল-দাড়ি কাটবে। বর্তমানে অনেকেই আছেন যারা এই কাজ করেন। আর ভালো টাকা রোজগার করছেন।
২.Pay এন্ড use টয়লেটঃ একান্ত প্রাকৃতিক প্রয়োজন। বিশেষ করে শহর অঞ্চল গুলিতে।
৩.শাড়ির ব্যবসাঃ মেয়েরা শাড়ি কিনবেই। তাদেরকে কেউ আটকে রাখতে পারবে না। এই ব্যবসা করার জন্য বাজার এলাকা শ্রেয়। বিশেষ করে পুজোর দিন গুলিতে এসব দোকান গুলিতে প্রচুর ভিড় পড়ে।
৪.তালা বিক্রিঃ যদিও এই ব্যবসা করে কেউই বড়লোক হতে পারবে না। তবে এ ব্যবসা কখনোই বন্ধ হবে না। কারণ পৃথিবীতে চোর থাকলে তালাও থাকবে।
৫.গয়না ও প্রসাধনী বিক্রিঃ এ ব্যবসার বিষয়ে মোটামুটি সবারই ধারণা আছে। বর্তমানে সোনার যা দাম। এ ব্যবসা কখনোই বন্ধ হবে না। উল্টো উৎসবের দিন গুলোতে এসব দোকানেও প্রচুর ভিড় পড়ে।
#আরো পড়ুনঃ মাথার কাছে কি Mobile রেখে ঘুমালে ব্রেইন ক্যান্সারের ঝুঁকি থাকে? খোলসা করে জানালো প্রযুক্তিবিদ্যারা