#নিউজ ডেস্কঃ বহুকাল আগে যুদ্ধ-বিধ্বস্ত দেশ ইয়েমেনের (Yemen) একদল মৎস্যজীবী মরা তিতির পেটের ভিতরে একটি দুর্লভ জিনিস খুঁজে পান। পরে তাঁরা সেটি বিক্রি করে রাতারাতি গরিব থেকে ধনী হয়ে উঠেন। তাঁরা যেটা জানিয়েছেন, প্রায় ১৫ লাখ মার্কিন ডলারে (US Dollar) বিক্রি হয়েছিল ওই দুর্লভ জিনিসটি। এরপর ওই অর্থ সম্পদ দিয়ে বাড়ি-গাড়ি করে রিতিমত তাক লাগিয়ে দিয়েছিলেন সকলকে।
দুর্লভ জিনিসটি খুঁজে পাওয়ার বিষয়ে ওই দুই মৎস্যজীবী বলেন, এডেন উপসাগরে মাছ ধরতে বেরিয়ে জলের মধ্যে মরা স্পার্ম তিমি দেখতে পান। এরপর প্রচন্ড দুর্গন্ধ পেয়ে বিষয়টি প্রথমে এড়িয়ে যেতে চাইলেন। কিন্তু তিমির পেটে কিছু একটা থাকতে পারে এই ভেবে এগিয়ে যান মৃতদেহের দিকে। পরে তিমি’টির পেটের ভেতর অ্যাম্বারগ্রিস (ambergris) নামক একধরনের পদার্থ খুঁজে পান তাঁরা। পরে সেটি বাজারে বিক্রি করে রিতিমত ধনী হয়ে উঠেন।
- আরো পড়ুনঃ
কী এই অ্যাম্বারগ্রিস (ambergris) এর এতো দাম কেন? বিবিসির রিপোর্ট অনুযায়ী, তিমির বমিকে বলা হয় ‘অ্যাম্বারগ্রিস‘। এটি সাধারণত তৈরি হয় মোম সদৃশ কঠিন পদার্থ দিয়ে যা তিমির অন্ত্রে তৈরি হয়। এটি পারফিউম ও বডি স্প্রে তৈরিতে ব্যবহৃত হয়। এ কারণেই এর এতো দাম। তবে সব তিমির অন্ত্রে এই বিশেষ পদার্থটি তৈরি হয় না। কেবল মাত্র তিমির একটি প্রজাতি স্পার্ম হোয়েলে পাওয়া যায় এটি।
রিপোর্টে আরও বলা হয়েছে, দুর্লভ তিমির অ্যাম্বারগ্রিস একসময় ভাসতে ভাসতে সমুদ্রের পাড়ে চলে আসে আর তাই একে ভাসমান সোনাও বলা হয়ে থাকে। আর এর এক টুকরোর দাম কয়েক লাখ ডলার।