Thursday, December 7, 2023

ভিডিও Download করার অনুমতি কেন দেয় না YouTube? এর পেছনে তাদের মাস্টার স্ট্রোক কি, জানেন?

Why not download videos on YouTube?

#নিউজ ডেস্কঃ বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং অ্যাপ হলো YouTube. আমরা প্রতিদিনই সেখানে নানান ধরনের ভিডিও দেখি। কেউবা আবার গান শোনেন। কিন্তু সমস্যা তৈরি হয় তখনই যখন কোন ভিডিও বা গান ভালোলাগে কিন্তু সেটা Download করা যায় না। আর Download-এর অপশন থাকলেও সেটা মূলত বেকার। পুনরায় অ্যাপের মধ্যে গিয়েই সেই ভিডিও বা গান শুনতে হয় আমাদের।

তবে YouTube এ subscription এর একটি ব্যপার আছে। যদি ওই Subscription টি আপনি নিয়ে নেন তাহলেই YouTube এর সকল ভিডিও ও গান download করে শুনতে পারবেন আপনি। আর তা সরাসরি Saved হবে আপনার ফোনে। তবে সাধারণ কোন ব্যবহারকারীদের জন্য এ ফিচারটি উপলব্ধ নেই। জানেন কেন? কেন YouTube এমনটি করে?

YouTube কর্তৃপক্ষের এমনটি করার কারণ হল বিজ্ঞাপন। আপনি যতবার YouTube এ ভিডিও দেখবেন ততবারই তাদের লাভ। আপনি যদি কোন ভিডিও Download করে মোবাইলে Save করে রাখেন তাহলে সেই ভিডিওটিতে বিজ্ঞাপন আসবে কিভাবে? তাই আপনি ভিডিওটি যতবার YouTube এ গিয়ে দেখবেন লাভ হবে সেই চ্যানেল মালিকের ও লাভ হবে YouTube কর্তৃপক্ষের। অন্যদিকে আবার অনেকেই আছেন যারা YouTube থেকে ভিডিও ডাউনলোড করে পুনরায় সেই ভিডিও YouTube এই আপলোড করেন ফলে যেটা কপিরাইট এর আওতায় পরে।

তবে কিছু কিছু Website বা App আছে যেখান থেকে খুব সহজেই YouTube এর ভিডিও Download করা যায়। শুধু মাত্র সেখানে গিয়ে video টির link পেষ্ট করে দিতে হবে।
আপনার জন্য
WhatsApp Logo