#নিউজ ডেস্কঃ বিরাট কোহলি, কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কে কতো টাকা আয় করেন ইনস্টাগ্রাম (Instagram) থেকে? কার ইনকাম সবচেয়ে বেশি? খেলা ভক্ত মানুষদের মনে তাদের প্রিয় তারকাদের নিয়ে এমনি রয়েছে হাজারো কৌতুহল। শুধু তাই নয়, মাঠে তাঁরা কেমন পারফরমেন্স করলো ভালো নাকি খারাপ! সেটা বড় কথা নয়। বড় কথা হল ফ্যান ইজ ফ্যান।
Hopperhq.com এর একটি রিপোর্ট অনুযায়ী, বিরাট কোহলি হল এশিয়ার সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া খেলোয়াড়। পাশাপাশি তার ইনস্টাগ্রামে যেমন প্রচুর পরিমাণে ফলোয়ার (Follow) রয়েছে। তেমনি সেখান থেকে বেশ মোটা অংকের টাকাও ইনকাম করেন তিনি। কোহলি একটি ইনস্টাগ্রাম পোস্টের (Instagram post) জন্য প্রায় ৮.৬৯ কোটি টাকা পেয়ে থাকেন। আর এ হিসেবে এশিয়ান খেলোয়াড় বা সেলিব্রিটির থেকে এগিয়ে আছেন তিনি। কিন্তু খেলোয়ার হিসেবে এই তালিকায় বিশ্বের তৃতীয় স্থানে।
এ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন, আর্জেন্তিনার কিংবদন্তি ফুটবল খেলোয়াড় লিওনেল মেসি। একটি ইনস্টাগ্রাম পোস্টের জন্য মেসি ১৪ কোটি টাকা পেয়ে থাকেন। অর্থাৎ একটি পোষ্টে বিরাট কোহলির থেকেও পাঁচ কোটি টাকা বেশি কামিয়ে থাকেন এই কিংবদন্তি ফুটবল খেলোয়াড়। তবে মেসি ছাড়াও এই তালিকায় প্রথম স্থানে রয়েছেন, পর্তুগালের ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। একটি ইনস্টাগ্রাম পোস্টের জন্য রোনাল্ডো পেয়ে থাকেন ১৯ কোটি টাকা। যা কিনা বিরাট কোহলির থেকেও দিগুন।
উল্লেখ্য, ইনস্টাগ্রামে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ফলোয়ার সংখ্যা ৫৩ কোটি +, লিওনেল মেসির ফলোয়ার সংখ্যা ৩৮ কোটি। বিরাট কোহলির রয়েছে ২০ কোটি ফলোয়ার। তবে তারা সবাই ইনস্টাগ্রামে বিজ্ঞাপন (advertisement) প্রচারের মাধ্যমেই টাকা উপার্জন করতে পারেন। সাধারণ কোন পোষ্টে তাদের আয় হয় না।