Saturday, December 2, 2023

ঝাঁ চকচকে Newyork city এখন জলের তলায়, গত ২৪ ঘন্টায় রেকর্ড বৃষ্টি, রয়েছে বন্যার আশঙ্কা

The glittering New York City is now under water

#নিউজ ডেস্কঃ ঝাঁ চকচকে নিউইয়র্ক শহর এখন জলের তলায়। গত ২৪ ঘন্টায় ৪৪ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতে ভেঙেছে আগের সমস্ত রেকর্ড। ইতিমধ্যেই নিউইয়র্ক ও নিউজার্সির বিভিন্ন কাউন্টিতে অতি ভারী বৃষ্টিপাতের কারণে বন্যার আশঙ্কা প্রকাশ করেছে দেশটির কর্তৃপক্ষ। যদিও এ বৃষ্টিপাতের মধ্যেও সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও খুব বেশী পরিমাণে ভাইরাল (viral video) হচ্ছে।

যেই ভিডিওটিতে দেখা গিয়েছে, মঙ্গলবার (Tuesday) ১৯ জুলাই দেশটির ম্যানহাটানের উত্তরাঞ্চলে ভারি বৃষ্টিপাতের কারণে সৃষ্টি হয়েছে আকস্মিক বন্যা। কিন্তু এ বন্যার জলের মধ্যে নেমে নালা-নর্দমার নোংরা পরিস্কার করছেন স্থানীয় কিছু লোকজন। যাতে করে ওই এলাকায় আটকে যাওয়া জল বের হয়ে যেতে পারে সহজেই। স্থানীয় প্রশাসন (Administration) জানিয়েছে, ময়লা আটকে যাওয়ার কারণে নালা-নর্দমা পরিষ্কারে নেমেছিলেন তারা। এরপরই লোকালয়ে কমে জলাবদ্ধতা।


দেশটির আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রেকর্ড বৃষ্টিতে নিউইয়র্ক ও নিউজার্সির বিভিন্ন কাউন্টিতে রয়েছে বন্যার সতর্কতা।

#আরো পড়ুনঃ বিশ্বাস করে ঠাঁই দিয়েছিলেন বাড়িতে! ঘরে শিক কেটে মহিলার স্বামীকে নিয়ে উধাও ইউক্রেনী তরুণ 

আপনার জন্য
WhatsApp Logo