Friday, December 8, 2023

চেয়ার ছাড়ার আগে বড় সিদ্ধান্ত, ধুমধাম করে বিয়ের Party-র আয়োজন বরিসের বাড়িতে, খাওয়ানো হবে প্রচুর লোক

Boris Johnson wants to give a wedding party

#নিউজ ডেস্কঃ ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন (Boris Johnson) তার নিজস্ব দলীয় পদ থেকে সরে দাঁড়ানোর আগে বিয়ের পার্টির (wedding Party) আয়োজন করতে চান তিনি। শুধু তাই নয়, এই বিয়ের পার্টি যেমন জাঁকজমকপূর্ণ হবে তেমনি আবার খাওয়ানো হবে প্রচুর লোককে। তবে সরকারি বাসভবনেই হবে এ পার্টি। জানা গেছে, বর্তমানে সরকার ও দলে নজিরবিহীন চাপের মধ্যে আছেন বরিস। তাই চাপ থেকে নিজেকে মুক্তি রাখতে এ বিয়ের অনুষ্ঠানের আয়োজন।

ইয়াহু নিউজের প্রতিবেদন অনুযায়ী, চলতি মাসের শেষ দিকে সরকারি বাসভবন চেকারসে (Checkers) আয়োজিত হবে বরিস এবং তার স্ত্রীর বিয়ের অনুষ্ঠান। এ অনুষ্ঠানে আমন্ত্রিত থাকবেন বরিস ও তার স্ত্রী সিমন্ডসের (Symonds) আত্মীয়-স্বজন থেকে শুরু করে ছোটবেলার সমস্ত বন্ধুবান্ধব। এছাড়াও থাকবে দলীয় রাজনৈতিক দলের কর্মীরা। অন্যদিকে কনজারভেটিভ পার্টির দুটির সূত্রের প্রতিবেদন থেকে জানা যায়, দলের নতুন নেতা নির্বাচনের আগপর্যন্ত বরিস ক্ষমতায় থাকছেন। ক্ষমতায় থাকাকালেই বিয়ের জমকালো পার্টি আয়োজন করতে চান তিনি।

উল্লেখ,বৃহস্পতিবার (Tuesday) ৭ জুলাই দলীয় প্রধানের পদ ছাড়ার কথা ঘোষণা দিয়েছিলেন বরিস জনসন। তবে কনজারভেটিভ পার্টির নতুন নেতা নির্বাচন না হওয়া পর্যন্ত তিনিই প্রধানমন্ত্রীর দায়িত্ব চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন।
আপনার জন্য
WhatsApp Logo