Thursday, December 7, 2023

কুমিরকে সাদা গাউন আর গয়না পড়িয়ে স্ত্রী রুপে গ্রহণ করলেন Mexico-র মেয়র, বিয়ে দেখতে হাজির হাজার হাজার জনতা

The mayor of Mexico took the crocodile as his wife in a white gown and jewelry

#নিউজ ডেস্কঃ এ জেন ব্যতিক্রমী এক বিয়ের অনুষ্ঠান। সাদা গাউন, গহনা ও আরোও অন্যান্য অলংকার পড়িয়ে একটি কুমিরকে বিয়ে করলেন মেক্সিকোর (Mexico) মেয়র। যেই বিয়ে দেখতে হাজির হয় দূর-দূরান্ত থেকে হাজার হাজার জনতা। অদ্ভুত এ বিষয়ের অনুষ্ঠান মেক্সিকোর ওজাকা প্রদেশে (Ozaka Province) আয়োজন করা হয়েছিল। যেই বিয়ের ছবি (Picture) এখন ঘুরে বেড়াচ্ছে নেট মাধ্যমে।

শতবর্ষ পুরানো রীতির সূত্র ধরেই নাকি এমন বিয়ের আয়োজন করেছে সেখানকার আদিবাসী সম্প্রদায়ের মানুষজন এতটাই খবর। এছাড়াও প্রকৃতির সাথে মানুষের যোগসূত্র গড়ে তোলার জন্য এ বিয়ের মাধ্যমে প্রার্থনা কামনা করেছেন তাঁরা। জানা গেছে, প্রকৃতির কাছে সমৃদ্ধি প্রার্থণা করাই হচ্ছে এ বিয়ের মূল উদ্দেশ্য। আর এর জন্যই ওজাকা শহরের মেয়র কুমিরটিকে বিবাহ করেছন যাতে তিনিও প্রকৃতি মাতার সাথে যোগসূত্র তৈরি করতে পারেন। 

The mayor of Mexican fishing town San Pedro Huamelula symbolically “married” a crocodile on Thursday as part of a local tradition to usher in a bountiful harvest. pic.twitter.com/h1B2oatykz

— CBS News (@CBSNews) July 1, 2022

মেক্সিকান টাইমসের খবর অনুযায়ী, কুমিরের সাথে মেয়রের বিয়েতে কমতি ছিল না কোনো আয়োজনের। শুধু তাই নয়, আদিবাসী আয়োজনের সাথে যোগ হয়েছে খ্রিস্টান (Christian) বিয়ের রীতিনীতিও। আর এ জন্য বিয়ের দিন কনেকে সাজানো হয় সাদা গাউন, গহনা আর বিভিন্ন সামগ্রী দিয়ে। তবে এ বিয়ে শুরু হবার আগে থেকেই পুরো বিয়ের আসর জুড়েই ছিল সতর্কবার্তা। কারণ কনে হচ্ছে হিংস্র ও শিকারী এক প্রাণী। তাই দূর্ঘটনা এড়াতে কুমিরটির মুখ বেধে রাখা হয় দড়ি দিয়ে। তবে এ বিয়েতে কমতি ছিলা না কোন কিছুরই। সবাই ছিল আনন্দে মাতোয়ারা।
আপনার জন্য
WhatsApp Logo