Thursday, December 7, 2023

আটকাতে পারলো না তুমুল বৃষ্টিও, ত্রিপল মাথায় দিয়েই বিয়ে খেতে ছুটলো বরপক্ষের লোকজন, viral video

The torrential rain could not stop, the bridegroom ran to get married with a triple head,

#নিউজ ডেস্কঃ মনে অদম্য ইচ্ছা আর মাথায় বুদ্ধি থাকলে সবই সম্ভব। আর তাই তো তুমুল বৃষ্টির পরেও ত্রিপল দিয়ে মাথা ঢেকে বিয়ে খেতে বিয়ে বাড়ির দিকে ছুটলো বর পক্ষের লোকজন। নজিরবিহীন এই ঘটনাটি ঘটেছে, মধ্যপ্রদেশের ইনদোরে। যার ভিডিও (Video) এখন ভাইরাল (Viral) হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। 

NDTV-র প্রতিবেদন অনুযায়ী, প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও বরপক্ষের হয়ে বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার ঘটনাটি খুবই বিরল। প্রতিদিন সোশ্যাল মিডিয়াতে রমারম বিয়ের বিভিন্ন ভিডিও ভাইরাল হলেও এ ধরনের ঘটনা আগে কখনোই দেখা যায়নি। তাই তো ভিডিওটি ভাইরাল হতেই চারিদিকে সোরগোল শুরু হয়। তবে সোরগোল শুরু হয়েছিল বেশ মজার উদ্দেশ্যে’কে কেন্দ্র করেই।

টুইটারে @ ShailenderYadu নামে এক ব্যক্তির একাউন্ট (Account) থেকে ভিডিওটি পোস্ট করা হয়। এরপরেই তা ভাইরাল হয়ে যায়। ভাইরাল সেই ভিডিওটিতে দেখা গিয়েছে, চারিদিকে তুমুল বৃষ্টি পড়ছে। এরপরেই বিয়ে বাড়ীতে যাওয়া বর পক্ষের লোকজন বৃষ্টি থেকে বাঁচতে সবাই মিলে একটি হলুদ ত্রিপল দিয়ে মাথা ঢেকে বিয়ে বাড়ির দিকে রওনা হচ্ছেন। শুধু তাই নয়, এ প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও থেমে থাকেনি তাদের ব্যান্ড পার্টির বাজনাও।

This called pure #dedication #Barat #Indore 😂🤣 pic.twitter.com/0AyZxVzRE2

— शैलेंद्र यादव (@ShailenderYadu) July 6, 2022

জানা গেছে, প্রথমে পরিষ্কার আকাশ থাকলেও পড়ে বৃষ্টি শুরু হয়। এরপরেই বৃষ্টি থেকে বাঁচতে একটি ত্রিপল জোগাড় করেছিলেন বর পক্ষের লোকজন।
আপনার জন্য
WhatsApp Logo