#নিউজ ডেস্কঃ ১ ঘন্টায় ৩ হাজার ১৮২ বার পুশ আপ দিয়ে গিনেজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে (Guinness Book of World records) নাম ওঠালেন অস্ট্রেলিয়ান (Australia) ক্রীড়াবিদ ড্যানিয়েল স্কালি। শারীরিকভাবে নিজেকে প্রস্তুত করেছেন এই রেকর্ড গড়ার জন্য। তবে ড্যানিয়েলের আগেও ৩ হাজার ৫৪ বার পুশ আপ করে ২০১৯ সালে গিনেস বুকে নাম তুলেছিলেন অস্ট্রেলিয়ান নাগরিক জারেড ইয়ং (Jared Young)। তবে ড্যানিয়েল জারেড’কে পেছনে ফেলে শীর্ষ স্থান দখল করে নেন।
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, চলতি বছরের এপ্রিল (April) মাসে ড্যানিয়েল নাম গিনেস বুকে দাখিল করা হয়। এক সাক্ষাৎকারে ড্যানিয়েল বলেন, গিনেজ বুকে নাম উঠানোর জন্য অনেক আগে থেকেই তাকে মানসিক ও শারীরিক ভাবে প্রস্তুতি নিতে হয়েছিল। কারণ সিআরপিএস (কমপ্লেক্স রিজিওনাল পেইন সিনড্রোম নামক এক রোগে আক্রান্ত ছিলেন তিনি। গিনেজ বুক কর্তৃপক্ষ বলেন, মাত্র ১২ বছর বয়সে ড্যানিয়েল হাত ভেঙে যায়। আর এরপরেই তিনি নিজের এ রোগ সম্পর্কে জানতে পারেন।
ড্যানিয়েলের পুশ-আপ করার একটি ভিডিও (Video) সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট করেন ড্যানিয়েল নিজেই। সেখানে দেখা যায়, ড্যানিয়েলের পুশ আপ করার পাশাপাশি তার সাক্ষাৎকার নিচ্ছেন গিনেজ বুক কর্তৃপক্ষ।