Saturday, December 2, 2023

Viral video: সেতু উদ্বোধনের সময়ই ধপাস! সেতু ভেঙে নিচে পড়ে আহত মেয়র সহ ২০, ভাঙলো হাড়ও

Viral video 20 injured, including mayor injured in bridge collapse

#নিউজ ডেস্কঃ সেতু উদ্বোধনের সময়ই সেতু ভেঙে নিচে পড়ে আহত হলেন রাজ্যের মেয়ের সহ অন্তত ২০। তাদের সকলেরই হাড় ভেঙে যায়। ঘটনাটি মেক্সিকোর (Mexico) রাজধানী থেকে মেক্সিকো সিটির উপকণ্ঠের দক্ষিণে কুয়ের্নাভাকা (Cuernavaca) শহর এলাকায় ঘটেছে। জানা যায়, সাপ্তাহিক ছুটির দিনে ওই এলাকায় স্থানীয় বাসিন্দাদের ব্যাপক সমাগম দেখা যায়। খবর ইন্ডিয়া টুডের।

খবর অনুযায়ী, সেতু দুর্ঘটনায় হাড় ভাঙে অন্তত ৮ জনের। পাশাপাশি শহরের ৪ কাউন্সিলর, দুই সিটি কর্মকর্তা এবং স্থানীয় একজন সাংবাদিকও আহত হয়েছেন এই দুর্ঘটনায়। তবে তাদের হাড় ভাঙেনি। পরে সেতু ভেঙে নিচে পড়ে যাওয়া আহতদের উদ্ধার করে স্ট্রেচারে (Stretcher) করে  কাছাকাছি একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দ্য গার্ডিয়ান জানায়, মেয়র সেতু উদ্বোধনের ঘোষণা করার পরেই নতুন সেতুটিতে ব্যাপকসংখ্যক মানুষ হাঁটতে শুরু করে। এরপর তাঁরা মাঝখানে পৌঁছানোর পরপরই সেতুটি হুড়মুড়িয়ে ভেঙে যায়। একপর্যায়ে সেতু ভেঙে সকলেই নিচের পাথর, বোল্ডার এবং জলে পড়ে যান।

Footbridge collapse during reopening ceremony in Mexico pic.twitter.com/Kn4X554Ydk

— Adrian Slabbert (@adrian_slabbert) June 9, 2022

স্থানীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী, কাঠের বোর্ড এবং ধাতব চেইনের সাথে ঝুলন্ত সেতুটি সম্প্রতি পুনর্নির্মাণ করা হয়েছিল। আর শনিবার (Saturday) ছিল তার উদ্বোধন অনুষ্ঠান। ঘটনায় মেয়র জোসে লুইস উরিওস্তেগুই বলেছেন, উদ্বোধনের আগেই কিছু মানুষ সেতুটির ওপর ঝাঁপিয়ে পড়েছিল। তাই ধারণ ক্ষমতা হারিয়ে সেতুটি একপর্যায়ে ভেঙে পড়ে। এদিকে ভেঙে পড়া সেতুটির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব ভাইরাল হয়।

আপনার জন্য
WhatsApp Logo