#নিউজ ডেস্কঃ কুমির (crocodile) ধরা মাছ ধরার মতোন ওতো সহজ কাজ নয়। যারা কুমির ধরেন তারা সবাই প্রশিক্ষণপ্রাপ্ত। এছাড়াও কুমির ধরতে প্রয়োজন নানা যন্ত্রপাতির। তবে ইন্দোনেশিয়ার এক ব্যক্তি কোন অভিজ্ঞতা কিংবা কোন যন্ত্রপাতির সাহায্যে ছাড়াই একেবারে খালি হাতে কুমির ধরে ভাইরাল (Viral) হয়ে গিয়েছেন। একই সাথে এলাকার হিরো বলে ওই ব্যক্তিকে সম্বর্ধনা দিয়েছেন গ্ৰামবাসীরা। ইন্দোনেশিয়ার সুলাভেসি (Sulawesi) প্রদেশে ঘটেছে এ ঘটনা।
স্থানীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, গেলো কয়েকদিন ধরেই গ্রামের চারপাশে ঘুরা-ঘুরি করেছিলো ১৩ ফুটের ওই লম্বা কুমিরটি। একই সাথে কুমিরটি নষ্ট করছিল কৃষকদের আবাদি জমি-জমা। তাই বিশালাকৃতির ওই প্রাণীটির ভয়ে কেউ বের হচ্ছিল না ঘর থেকে। এসময় ওই গ্ৰামেরই বাসিন্দা ওসমান নামের ৫৩ বছর বয়সী ওই ব্যক্তি কুমিরটিকে ধরতে এগিয়ে আসেন। এলাকার কয়েকজন বন্ধুবান্ধবকে সাথে নিয়ে একটি দড়ির মাধ্যমে কুমিরটিকে বেঁধে ফেলেন একটি গাছের সাথে। পরে ট্রাকের মাধ্যমে বনাঞ্চলে ছেড়ে দিয়ে আসা হয় ওই কুমিরটিকে।
ওসমানের খালি হাতে কুমির ধরার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর পরিমাণে ভাইরাল (Viral) হয়। ভাইরালকৃত ওই ভিডিওটি দেখে নেটিজেনরাও ওসমানের প্রশংসায় পঞ্চমুখ। আর হবেনই বা না কেন, খালি হাতে কুমির ধরা মোটেও মুখের কথা নয়।কুমির ধরতে প্রয়োজন অদম্য সাহসের। যদিও কেউ কেউ আবার ওসমানের এমন সাহসীকতার কাজ দেখে দ্বিমুখী মন্তব্য (Comment) করেছেন, তাদের মতে এতো সাহস ভালো নয়। একাজ শুধু মাত্র বনকর্মী কিংবা কুমির বিশেষজ্ঞদের জন্য।