#নিউজ ডেস্কঃ স্ত্রীর রোজ রোজ অশান্তি আর ঝামেলার জেরে সব পুরুষ মানুষই একসময় অতিষ্ঠ হয়ে উঠেন। কখনো কখনো মনে হয় এই সংসার ধর্ম ত্যাগ করে দূরে কোথাও চলে যাই। কিন্তু জেতে চাইলেও আর যাওয়া যায় না। ফিরে আসতে হয় সেই একই বন্দিশালায়। কিন্তু যুক্তরাষ্ট্রে (United States) বসবাসরত ম্যালকম অ্যাপলগেট নামে এক ব্যক্তি এসব সংসার ধর্ম ত্যাগ করে স্ত্রীর ভয়ে দীর্ঘ ১০ টি বছর জঙ্গলে কাটিয়ে দিলেন তিনি। ৬৪ বছর বয়সী ওই বৃদ্ধ বর্তমানে একজন বাগান মালি। দীর্ঘ ১০ টি বছর স্ত্রীর ভয়ে জঙ্গলে একা একা কিভাবে কাটালেন লন্ডনের ‘ইমাউস গ্রিনউইচ (Emmaus Greenwich) নামক এক সংস্থাকে এ বিষয়ে জানান তিনি।
ওই বৃদ্ধ বলেন, ১০ বছর ধরে জঙ্গলে কাটানোর ফলে আবশ্যিক ভাবে তার পরিবার ধরেই নিয়েছিল তিনি হয়তো মারা গিয়েছেন। এরপর ১০ বছর পরে হঠাৎই একদিন ম্যালকম তার বোনকে ফোন (Call) করেন। অপর প্রান্তে দাদার গলার আওয়াজ শুনে ম্যালকমের বোন যেন বিশ্বাসই করে উঠতে পারছিলেন না যে তার দাদা এখনও জীবিত আছে। এক সাক্ষাৎকারে ম্যালকম বলেন, স্ত্রীর সাথে ঘরসংসার করাকালীন স্ত্রীর কাছে তার কোন মূল্যই ছিল না। যদিও স্ত্রী একদমই চাইতেন না সে ঘেরের বাইরে থাকুক। এমনকি বেশি বেশি কাজ করলেও রেগে যেত স্ত্রী।
ম্যালকম বলেন, স্ত্রীর উপর রাগ করে একসময় তিনি বাড়ি ছেড়ে দেন এবং চলে আসেন এক জঙ্গলে। এবং সেখানেই তিনি জীবনের ১০ টি বছর কাটিয়ে দেন। বর্তমানে তিনি এখন বাগান মালি। তবে একা একা বেশ সুখেই আছেন ম্যালকম।