#নিউজ ডেস্কঃ শাশুড়ি এবং পোষ্য কুকুর দু’জনকেই খুব ভালবাসতেন বৌমা। তাই সংসারে নাটকীয়তা আসবে এই ভেবে শাশুড়ির নামেই রেখে দিলেন কুকুরের নাম। আর তাতেই ঘটে বিপত্তি। অতিরিক্ত ভালোবাসার ফল শেষপর্যন্ত ভুগতে হল ওই নারীকে।
সোশ্যাল মিডিয়া রেডিটে (Reddit) ওই নারী জানিয়েছেন, সংসারে নাটকীয়তা আসবে তাই তিনি শাশুড়ির নামেই নিজের কুকুরের নাম রেখেছিলেন ট্রেসি। কিন্তু এতে হিতে বিপরীত হয়ে যাবে এটা তিনি কখনোও ভাবেননি। কারণ উল্লেখ্য ওই নারী বলেন, একদিন যখন তার শাশুড়ি মা অফিস (office) থেকে বাড়ি ফিরেছিলেন, তখন তিনি তার কুকুরকে নাম ধরে ডাকেন। আর তখনই তার কুকুর ট্রেসি তার ডাকে সাড়া না দিয়ে সাড়া দিয়ে ফেলেন তার শাশুড়ি। কিন্তু সাড়া দেওয়ার পর বুঝতে পারেন বৌমা আসলে ডাকছিলেন তার পোষা কুকুরকে। ওই নারী জানিয়েছেন, বিষয়টি পরে জানতে পেরে শাশুড়ি আমাকে তার ছেলের সংসার ত্যাগ করতে বলেছিল। পরে এই নিয়ে তুমুল গন্ডগোল হওয়ার পর আমি কুকুরের নাম বদল করে ট্রে রাখলেও ঝামেলা মেটেনি।
জানা গেছে, ওই নারী রাস্তার পাশ থেকে সেই কুকুরটিকে কুড়িয়ে পেয়েছিলেন। তারপরেই তাকে ভালোবেসে বাড়িতে নিয়ে আসেন তিনি। আর নাম ট্রেসি। আর ট্রেসি নামটিও ছিল তার শাশুড়ির নাম।