Friday, December 1, 2023

Viral: ভালোবেসে মরিশাস থেকে ফরিদপুরে ছুটে এলেন তরুণী, বিদেশি বউ দেখতে এলাকাবাসীদের ভিড়

Viral The young woman came to Faridpur from Mauritius out of love and got married
#নিউজ ডেস্কঃ প্রেমের টানে নিজ দেশ মরিশাস (Mauritius) ছেড়ে বাংলাদেশে (Bangladesh) ছুটে আসলেন এক তরুণী। বিবি সোহেলা (২৬) হল ওই তরুণীর নাম। ফরিদপুরে নগরকান্দা উপজেলার মোস্তাকিমকে বিয়ে করেছেন তিনি। এদিকে এলাকাতে বিদেশি বউ দেখতে ভিড় জমান গ্ৰামের অনেকেই। খবর যমুনা টেলিভিশনের।

খবরে বলা হয়, তিন বছর পূর্বে মরিশাসের তরুণী বিবি সোহেলার সাথে কাজের সুবাদে পরিচয় হয় বাংলাদেশি ছেলে মুস্তাকিন ফকিরের (২৭) । এরপরেই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক (Love Reaction) গড়ে উঠে। শুধু তাই নয়, সম্পর্কে থাকাকালীন আগেই মরিশাসে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যান দুজন। জানা গেছে, বিয়ের প্রায় দেড় বছর পর গত ৪ জুন (June) শনিবার (Saturday) দেশের বাড়ি ছেড়ে স্বামীর বাড়ি বাংলাদেশের ফরিদপুরে বেড়াতে আসেন সোহেলা নামে ওই তরুণী।

এদিকে গ্ৰামে বিদেশি বউ আসার কথা আগুনের মতোন ছড়িয়ে পড়ে চারদিকে। অনেকেই ছুটে আসেন সেই বউ দেখবেন বলে। কিন্তু দুর্ভাগ্যবশত তাদের সবাইকে বউ না দেখেই ফিরে যেতে হয়। কারণ বউ ধার্মিক কাউকেই তিনি এখন নিজের মুখ দেখাবেন না। অন্যদিকে বিদেশি বউ পেয়ে খুশিতে আত্মহারা মুস্তাকিনের পরিবারও। বউ ধার্মিক ও রান্নাতেও পারদর্শী একথা জেনে। কিন্তু নতুন বউ কাউকেই এখন মুখ দেখাতে চান না। কারণ তিনি ধার্মিক।

এক সাক্ষাৎকারে মুস্তাকিন জানান, তার বাবা কৃষি কাজ করে তাকে কাজের সুত্রে বিদেশে পাঠান তিনি। গত সাড়ে তিন বছর পূর্বে সোহেলার সাথে মরিশাসে (Mauritius) পরিচয় ঘটে মুস্তাকিনির। এরপর টানা দু’বছর প্রেম করে তারপর বিয়ে করেন তাঁরা। পারিবারিকভাবে বিয়ে করেছেন দুজন। তবে সোহেলা এক মাসের জন্য বাংলাদেশে বেড়াতে এসেছেন। আবার স্বামীকে নিয়ে চলে যাবেন নিজ দেশে।
আপনার জন্য
WhatsApp Logo