#নিউজ ডেস্কঃ বহু বার চেষ্টা করেও পরিশ্রম বিফলে গেলে শেষমেষ ২৫ বছর বয়সী মেয়ে কেটলিন মুনোজের সাহায্য এগিয়ে এলেন তার মা চ্যালিস স্মিথ। মেয়ের স্বপ্ন পূরণ করতে নিজে গর্ভবতী হয়ে ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম দিলেন তিনি। ঘটনাটি ঘটেছে, যুক্তরাষ্ট্রে (United States)। জানা গেছে, পঞ্চাশে পা দেওয়া চ্যালিসের নিজেরই সন্তান আট টি। খবর নিউইয়র্ক টাইমসের।
খবরে বলা হয়, দীর্ঘ দিন ধরেই সন্তান নিতে চাইছিলেন কেটলিন। কিন্তু তার মধ্যে এন্ডোমেট্রিয়োসিসের (Endometriosis) সমস্যা থাকার কারণে সন্তান নিতে বহুবার ব্যর্থ হন তিনি। যদিও একথা কেটলিন আগে জানতেন না যে তার মধ্যে এই সমস্যা বিরাজমান। এক ডাক্তারি পরীক্ষার মাধ্যমে এই বিষয়ে জানতে পারেন তিনি। নিজের সমস্যার কথা জানতে পেরে এরপর ধীরে ধীরে ডিপ্রেশনে (depression) চলে যায় কেটলিন। কিন্তু মেয়ের এমন দুরবস্থা দেখে এগিয়ে এলেন মা চ্যালিস। মেয়ের মুখে হাসি ফোটাতে শেষমেষ নিজেই গর্ভবতী হওয়ার সিদ্ধান্ত নিলেন। জন্মও দিলেন ফুটফুটে নাতনির।
জানা যায়, চ্যালিসের আগেই ৮ টি সন্তান রয়েছে। তাই মধ্যবয়সে সন্তান জন্ম দেওয়া তার পক্ষে মোটেও সহজ কাজ ছিল না। এদিকে বয়স জনিত কারণে হাঁটু ও নার্ভের সমস্যাও ছিল তাঁর। তবুও মেয়ের মুখে হাসি ফোটাতে সারোগেটের (Surrogate) মাধ্যমে সন্তান জন্ম দিতে এগিয়ে আসেন তিনি। সেই মতো আইভিএফ (IVF) পদ্ধতিতে কেটলিনের সন্তান নিজের দেহে ধারণ করেন মা চ্যালিস।
এ বছরের মে মাসে (May) একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন চ্যালিস। সন্তান প্রসবের সময় হাসপাতালে হাজির ছিলেন তার মেয়ে-জামাই ও স্বামী। এক সাক্ষাৎকারে চ্যালিস বলেন, পরিস্থিতি প্রথমে কিছুটা জটিল হলেও পরে তিনি সব সামলে নেন। মধ্যবয়সে সন্তান জন্ম দেওয়া ছিল বেশ চ্যালেঞ্জিং আর পরিশ্রমের কাজ। চ্যালিস বলেন, এই সন্তান মা হিসেবে মেয়ের প্রতি আমার উপহার।