#নিউজ ডেস্কঃ কোন সুরক্ষা ব্যবস্থা ছাড়াই গাড়ির মধ্যে প্রাক্তন প্রেমিকের (Ex boyfriend) সাথে সঙ্গমে আবদ্ধ হয়েছিলেন আমেরিকার মিসৌরিতে (Missouri) বসবাসরত এক মহিলা। এরপর রোগ আক্রান্ত হতেই ৪০ কোটি টাকা ক্ষতিপূরণের দাবি জানান তিনি। তবে সেই টাকা প্রাক্তন প্রেমিকের থেকে নয় বরং সেই টাকা দাবি করেছেন গাড়ি সংস্থার (Car company) থেকে। শুধু তাই নয়, দীর্ঘ ১ বছর ধরে আইনি লড়াই করার পর ক্ষতিপূরণ বাবদ সেই টাকা নাকি তিনি পেয়েও যান।
জানা যায়, ২০২১ সালে ক্ষতিপূরণ চেয়ে গাড়ির সংস্থার বিরুদ্ধে আদালতে মামলা করেছিলেন ওই মহিলা। এরপর ১ বছর ধরে আইনি লড়াই করার পর তিন বিচারক গাড়ির বিমা সংস্থাকে প্রায় ৪০ কোটি টাকা দেওয়ার নির্দেশ দেন। ওই মহিলা আদালতে অভিযোগ করেছিলেন যে, গাড়ির মধ্যে প্রাক্তন প্রেমিকের সাথে সঙ্গমে আবদ্ধ হয়ে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বা এইচপিভি নামক এক ভয়ংকর রোগে আক্রান্ত হয়ে পড়েন তিনি। যার দায় একমাত্র গাড়ি সংস্থার। যদিও গাড়ি সংস্থার তরফ থেকে ওই মহিলাকে জানানো হয়, কার মধ্যে কি রোগ আগে থেকেই রয়েছে একমাত্র তিনিই এই বিষয়ে ভালো বলতে পারবেন। এর সাথে আমাদের গাড়ি সংস্থার কোন সম্পর্ক নেই। তাই চুক্তিপত্রে এই ধরনের ক্ষতিপূরণের কোনও জায়গাও নেই বলে জানান তাঁরা।
জানা গেছে, গাড়ি কম্পানির তরফ থেকে মহিলাকে ক্ষতিপূরণ দিতে অস্বীকার করায় বাধ্য হয়ে জ্যাকসন সিটি (Jackson city) সার্কিট কোর্টের দ্বারস্থ হন তিনি। আর সেখানেই এই লড়াই জিতে যান ওই মহিলা। তবে এই খবর প্রকাশ্যে আসলে অনেকেই বলেন, ওই মহিলা ক্ষতিপূরণ পাবার যোগ্য নন। আর বিচারক কেনই বা ওই মহিলার পক্ষে রায় দিল।