#নিউজ ডেস্কঃ অ্যাপলের ‘এয়ার ট্যাগ’ (Apple’s Air Tag) ব্যবহার করে অভিনব এক পদ্ধতি প্রেমিকের পরকিয়া ধরল প্রেমিকা। এরপর প্রেমিকার এক ঘাতে মৃত্যু হয় ওই যুবকের। ঘটনাটি ঘটেছে, যুক্তরাজ্য (United States)। শুধু তাই নয়, প্রেমিকের পাশাপাশি তার নতুন গার্লফ্রেন্ডকেও (Girlfriend) বেজায় হেনস্থা করেছেন বলে জানা যায় ওই মহিলা।
নিউইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনে বলা হয়, প্রেমিকের উপর বেশ কয়েক দিন ধরেই সন্দেহ ছিল বছর ২৬-এর গ্যালিন মরসের। এরপর প্রেমিকের ব্যাগে একটি ‘এয়ার ট্যাগ‘ রেখে দেন তিনি। এরফলে প্রেমিক কোথায় কোথায় ঘুরতে যেত খুব সহজেই তার লোকেশন (location) ট্রাক (Track) করতে পারতেন গ্যালিন। খবরে আরোও বলা হয়, এমনি এক দিনে প্রেমিকের লোকেশন খতিয়ে দেখছিলেন গ্যাসিন। এরপর ওই যুবক একটি পানশালায় ঢোকার পর গ্যালিনও তার পিছু পিছু সেই পানশালায় পৌঁছে যায়।
আর সেখানে গিয়েই গ্যালিন মূলত দেখেন, তার প্রেমিক একটি মেয়ের সঙ্গে সময় কাটাচ্ছেন সেই বারে বসে। মুহুর্তেই রেগে যায় গ্যালিন। এরপর একটি ওয়াইনের (Wine) বোতল নিয়ে প্রেমিকের সঙ্গে থাকা ওই মহিলার দিকে মারতে এগিয়ে যান তিনি, আর তাতেই ঘটে বিপত্তি। দুই মহিলার বিবাদ মেটাতে মাঝে এসে পড়েন প্রেমিক অ্যান্ড্রে। আর তখনই প্রেমিকার হাতে কাচের বোতলে আঘাত লেগে মৃত্যু হয় তাঁর।
এ ঘটনার পর হত্যার দায়ে পুলিশ গ্যালিনকে গ্রেফতার করে। জানা যায়, গত ফেব্রুয়ারি (February) মাসেই অবাঞ্ছিত লোকেশন ট্র্যাকিং (Location tracking) বন্ধ করার কথা ঘোষণা করেছিল অ্যাপল কর্তৃপক্ষ। সেই অনুযায়ী এয়ার ট্যাগটির কয়েকটি আপডেট (Update) রোল আউট করেছিল তাঁরা। এরফলে এবার থেকে টোন সিকোয়েন্স ব্যবহার করলেই ‘এয়ার ট্যাগ’ খুঁজে পাবেন ব্যবহারকারীরা।