#নিউজ ডেস্কঃ গরু অথবা ভেড়া ঢেকুর তুললে এবার থেকে তার মালিককে দিতে হবে কর (Tax)। এমনি এক আজব নিয়ম চালু হতে যাচ্ছে দেশে। তবে ভারতীয় গৃহপালিত পোষ্য মালিকদের ভয় পাবার কোন কারণ নেই। এ নিয়ম আমাদের দেশে নয় বরং এ নিয়ম চালু হচ্ছে নিউজিল্যান্ডে (Newzealand)। বৃহস্পতিবার (Tuesday) ৯ জুন এক প্রতিবেদনে ঢেকুরের শুল্কের কথা জানায় বিবিসি।
খবরে বলা হয়, জলবায়ু পরিবর্তনের জন্য ক্ষতিকর গ্রিনহাউজ গ্যাস মিথেনের নিঃসরণ কমাতে এ পরিকল্পনা নিয়েছে দেশটির সরকার। শুধু তাই নয়, নিউজিল্যান্ডই প্রথম দেশ যারা কিনা কৃষকদের পালন করা প্রাণী থেকে মিথেন নিঃসরণের জন্য কর আরোপের এমন পদক্ষেপ নিচ্ছে। জানা যায়, ৫০ লাখ মানুষের দেশ হল নিউজিল্যান্ড। দেশটিতে গরু ছাগলের সংখ্যা ১ কোটি। এছাড়াও ভেড়ার সংখ্যা রয়েছে ২ কোটি ৬০ লাখের মতোন। এরফলে গবাদিপশু সেক্টর (Sector) থেকেই অধিকাংশ গ্রীন হাউজ গ্যাস মিথেন নিঃসরণ হয়।
নিউজিল্যান্ডের জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী জেমস শ (James Shaw) বলেন, বায়ুমণ্ডলে যে পরিমাণ মিথেন গ্যাস ছড়াচ্ছে তা কমানো অত্যন্ত জরুরি। জেমস শয়ের মতে, নিউজিল্যান্ডে মোট মিথেন গ্যাসের ৮৫ শতাংশই নিঃসরণ হয় গবাদিপশুর ঢেকুর থেকে। কারণ, গরুর ঢেকুরে রয়েছে ৯০-৯৫ শতাংশ মিথেন। আর বাকি ৫ থেকে ১০ শতাংশ মিথেন নিঃসরণ হয় গরুর গোবর এবং পেটে গ্যাস জমার ফলে। তাই কৃষি ক্ষেত্রে কার্যকরী পদক্ষেপ নেওয়া আমাদের কর্তব্য জানান জেমস।
জানা যায়, এর আগে গ্রিনহাউজ গ্যাস নির্গমন কমানোর জন্য কৃষিখাতে কোন প্রকার প্রকল্প বাস্তবায়ন করেনি দেশটির সরকার। কিন্তু এবারে ২০২৫ সাল থেকে গ্যাস নির্গমনের জন্য অর্থ প্রদান করতে হবে দেশটির কৃষকদের। তবে পশুদের ঢেকুরে গ্যাস নির্গমন কমানোর জন্য তাদের দেওয়া হবে বিশেষ খাবার।