Friday, December 1, 2023

Tablet: মহিলারা এবার চিন্তা মুক্ত, বাজারে আসতে চলেছে পুরুষদের জন্যও গর্ভ নিরোধক ট্যাবলেট, সফল হলো পরিক্ষা

A tablet that is going to come in the market so that men will benefit

#নিউজ ডেস্কঃ মহিলাদের সঙ্গে মিলনের সময় ভ্রূণ সৃষ্টি এড়াতে তাদের বিভিন্ন গর্ভ নিরোধক ট্যাবলেট (Tablet ) সেবন  করতে হয়। আর তা না হলে পুরুষদের ব্যবহার করতে হয় কন্ডোম অথবা ভ্যাসেকটমি। তবে অনেক পুরুষ বা মহিলার দাবি, কন্ডোম ব্যবহারে নাকি তাদের যৌন তৃপ্তি আসে না। তাই সেই চিন্তা মাথায় রেখে এবার বাজারে আসতে চলেছে পুরুষেরও গর্ভ নিরোধক ট্যাবলেট। ইতিমধ্যেই সফল হয়েছে এর দুটি পরিক্ষা।

একটি বৈদেশিক পত্রিকার রিপোর্ট অনুযায়ী, আবিষ্কৃত এ ট্যাবলেট দুটি পুরুষদের টেস্টোস্টেরন (Testosterone) হরমোন নিঃসরণ কমিয়ে দেবে। এরফলে কমে যাবে তাদের স্পার্ম কাউন্টও। ফলে ট্যাবলেট সেবন করা ব্যক্তিটি নিশ্চিন্তে তার সঙ্গীনির সাথে মিলনে আবদ্ধ হতে পারবেন। কোন রকম গর্ভপাতের ঝুঁকি ছাড়াই। ইতিমধ্যেই ট্যাবলেট দুটির পরীক্ষামূলক স্তর দারুণভাবে সফলিত হয়েছে। বিজ্ঞানীদের মতে এটি একটি যুগান্তকারী আবিষ্কার।

তবে মহিলাদের গর্ভপাত ঠেকানোর জন্য বহু বিকল্প খোলা থাকলেও পুরুষদের জন্য কিন্তু তত বিকল্প নেই। তাই বিজ্ঞানীদের ধারণা এই ট্যাবলেট বাজারে আসলে এবার লাভবান হবেন পুরুষরাও। এমনকি তাদের আর বেছে নিতে হবে না অন্য কোন বিকল্প পথও। তবে জানা যাচ্ছে, আবিষ্কৃত ট্যাবলেটটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া (Side effects) রয়েছে। তাই পরীক্ষার স্তরে যাঁদের এই ট্যাবলেট দেওয়া হয়েছিল তাঁদের আগেই বিষয়টি সম্বন্ধে অবহিত করেছেন গবেষকেরা। তবে ট্যাবলেটি বাজারে কবে আসবে সে বিষয়ে কিছুই জানা যায়নি। কারণ আরোও একটি পরিক্ষা বাকি রয়েছে ট্যাবলেটির।
আপনার জন্য
WhatsApp Logo