Saturday, December 2, 2023

Robot: আর দুঃখ রইলো না, এবার থেকে মানুষের মল ঘাটার দায়িত্ব পেল রোবট, করবে পায়খানা, প্রস্রাব সব কিছু সাফ

Robots are being invented that will clean human feces and urine

#নিউজ ডেস্কঃ মানুষের ‘মল’ পরিস্কার করার জন্য এতদিন বিভিন্ন সেফটিক ট্যাংকে (Septic tank) নেমে মানুষই তা পরিস্কার করতো। এরফলে সেফটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে প্রতিবছরই মারা যেত প্রায় শতশত মানুষ। যদিও মানুষের মল ঘাঁটা ও তা সাফ করার জন্য অন্য মানুষকে কাজে লাগানো যাবে‌ না, এ নিয়ম কাগজ কলমে লেখা থাকলেও গরিব দুঃখী মানুষেরা পেটের টানে ও নিজেদের জীবনের বিনিময়ে এই কাজ করে থাকতেন তাঁরা।

তবে এবার আর সেফটিক ট্যাংকে নেমে মানুষের মল-মূত্র পরিষ্কার করতে হবে না তাদের। কারণ, আইআইটি (IIT) মাদ্রাজের ছাত্ররা এক বিশেষ প্রজেক্টের (Project) মাধ্যমে নতুন কিছু করার কথা ভাবছেন। যেখানে মানুষের বদলে এবার থেকে সেফটিক ট্যাংকে রোবোট নেমে মল মূত্র পরিষ্কার করবে। একটি রিপোর্ট অনুযায়ী, রোবটি প্রথমে সেপটিক ট্যাঙ্কে ঢুকে অপেক্ষাকৃত শক্ত মলকে ব্লেড দিয়ে মাখিয়ে নেবে। এরপর তা বিশেষ ধরনের সাকশন প্রযুক্তি সম্পুর্ন পাম্পের ভেতর দিয়ে টেনে বের করে আনবে।

আইআইটি মাদ্রাজের ছাত্ররা জানিয়েছে, বিশেষ প্রযুক্তি সম্পুর্ন এই রোবটটির (Robot) নাম হবে ‘হোমোএসইপি‘ (HomoSEP)। ভারতের তামিলনাড়ুতে (Tamil Nadu) প্রথম এই রোবটটির সাহায্য সেফটিক ট্যাংক পরিস্কারের কাজ শুরু হবে। এরপর গুজরাট (Gujarat) ও মহারাষ্ট্রেরও (Maharashtra) কাজ শুরু করা হবে বলে জানায় তাঁরা। ছাত্ররা আশাবাদী যে, রোবটটি আবিষ্কৃত হলে একজন সাধারণ মানুষকে সেফটি ট্যাংকে ঢুকে আর মল মূত্র সাফ করতে হবে না। ফলে বিভিন্ন রোগ থেকে তাদের বাঁচানো সম্ভব।
আপনার জন্য
WhatsApp Logo