#নিউজ ডেস্কঃ রুশ-ইউক্রেন যুদ্ধের প্রভাব এবার স্থলভাগ ছাড়িয়ে যুদ্ধের ভয়াবহতা পৌঁছে গেল প্রাণী জগতেও। গবেষকরা বলছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে কৃষ্ণসাগরে গত কয়েক মাসে শতশত মৃত ডলফিনের (Dolphin) লাস ভেসে আসে উপকূলে। শুধু তাই নয়, গত ফেব্রুয়ারিতেই (February) বুলগেরিয়া, রোমানিয় ও ইউক্রেন উপকূলে ভেসে আসে শতাধিক ডলফিনের লাশ। খবর এনবিসির।
সমুদ্র বিশেষজ্ঞদের মতে, যুদ্ধে ব্যবহৃত বোমা এবং মাইন বিস্ফোরণের কারণেই মর্মান্তিকভাবে মারা যাচ্ছে ডলফিনগুলো। এছাড়াও রাশিয়ান যুদ্ধ জাহাজ এবং বিভিন্ন ধরনের সামরিক অভিযানের কারণে সৃষ্ট শব্দদূষণের (Noise pollution) মাত্রা ছাড়িয়ে যাচ্ছে সাগরে। এর ফলেও মৃত্যু হতে পারে ডলফিনগুলোর। অন্যদিকে যুদ্ধজাহাজ গুলি থেকে ছোড়া লো ফ্রিকোয়েন্সির (Low frequency) শব্দে সামুদ্রিক বিভিন্ন প্রাণী তাদের দিক ভুল করে উপকূলের কাছে চলে আসে। তাই যুদ্ধ শুরু হওয়ার পর কৃষ্ণসাগরে এই ধরনের জাহাজের চলাচল আগের চেয়েও অনেক গুন বেড়েছে। ফলে ডলফিনগুলো ঢলে পড়ছে মৃত্যুর কোলে।
তবে কৃষ্ণসাগরে মাইন স্থাপনের বিরুদ্ধে ইউক্রেনের উপর অভিযোগ এনেছে রাশিয়া। কিন্তু অভিযোগ এনেও তেমন কোন ফল পাওয়া যায়নি। তাই সাগরের অভ্যন্তরীণ বিষয় নিয়ে উদ্বিগ্ন বিজ্ঞানীরা।