Friday, December 8, 2023

North Korea: বারে বারে যেতে হচ্ছে টয়লেট, গোট দেশে ছড়িয়ে পড়েছে পেটের অজানা রোগ, চিন্তিত কিম

Another unknown disease has spread in Korea within the corona

#নিউজ ডেস্কঃ করোনা ভাইরাস অতিমারির মাঝেই নতুন আরেকটি রোগ ছড়িয়ে পড়েছে গোটা উত্তর কোরিয়ায় (North Korea)। যা নিয়ে চিন্তিত খোদ উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন (Kim Jong un)। বৃহস্পতিবার (Tuesday ১৬ জুন এ অজানা রোগ সম্পর্কে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম গুলোকে অবগত করেছে দেশটির স্থানীয় টিভি চ্যানেল কেসিএন।

খবর অনুযায়ী, করোনার কারণে দেখা দিচ্ছে এসব শারীরিক সমস্যা। অজানা এ রোগ সম্পর্কে দেশটির গবেষকরা প্রাথমিক ধারণা দিতে গিয়ে জানিয়েছেন, টায়ফয়েড (Typhoid) ও কলেরা (Cholera) সমন্বিত রোগ হলো এটি। ইতিমধ্যেই এ রোগে আক্রান্ত রোগিদের বেশ কয়েকবার টয়লেট যেতেও শোনা গিয়েছে। তাই কর্তৃপক্ষের ধারণ, একে তো করোনা অতিমারি তার উপর আবার নতুন এ রোগের কারণে নাজেহাল হতে পারে পুরো উত্তর কোরিয়া। এমনকি স্বাস্থ্য খাতও চাপের মুখে পড়তে পারে বলে তাদের ধারণা।

জানা গেছে, এ রোগে আক্রান্ত রোগিদের বৈজ্ঞানিক পরিক্ষার মাধ্যমে তাদের সনাক্তকরনের নির্দেশ দিয়েছে উত্তর কোরিয়ার সুপ্রিম লিটার কিম জং উন। এছাড়াও এমন পরিস্থিতিতে কঠোরভাবে জনগনকে কোয়ারেন্টাইন (Quarantine) মেনে চলার নির্দেশনা দেন তিনি। উল্লেখ, চলতি মাসের শুরুর দিকে দেশটিতে অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পেয়েছে করোনা সংক্রমণের হার। এমতাবস্থায় মে মাসে জরুরি অবস্থা জারি করে দেশটির প্রশাসন। তবে টিকা এবং চিকিৎসা সরঞ্জামের অভাবে ভাইরাস মোকাবেলা অগ্রগতি আনতে ব্যর্থ হচ্ছে দেশটি।
আপনার জন্য
WhatsApp Logo