#টেক ডেস্কঃ কথায় আছে, এই পৃথিবীতে একমাত্র মা-বাবার ভালোবাসা ছাড়া কোন কিছুই বিনামূল্যে (Free) পাওয়া যায় না। এ পৃথিবীতে আপনার জন্ম হয়েছে মানে আপনাকে জিনিসের বদলে জিনিস কিনে নিতে হবে। যেটা প্রাচীন যুগের মানুষেরা করে থাকতো। যদিও মুদ্রা আবিষ্কৃত হওয়ার পর থেকে টাকার বিনিময়ে এখন পন্য কেনা-বেচা করা হয়। বিনা পয়সায় আজ কাল কোন কিছুই পাওয়া যায় না। যদিও বা কোন কিছু আপনাকে কিনতেই হয়, তাহলে প্রথমে শ্রম দিয়ে টাকা আয় করতে হবে, তারপর আপনি পন্য ক্রয় করতে পারবেন।
কিন্তু কখনও কি ভেবে দেখেছেন, বর্তমান যুগে স্মার্টফোনে ব্যবহৃত অপারেটিং সিস্টেমের আওতায় YouTube, GMail, Google Chrome browser, Google Play Store, Google maps, WhatsApp আরো ইত্যাদি গুগলের পন্য গুলো কিভাবে আমার বিনামূল্যে ব্যবহার করতে পারি? কেন এর জন্য Google ১ টাকাও চার্জ করে না আমাদের থেকে?
তার কারণ হল, কোন কিছুই Google আপনাকে বিনামূল্যে (Free) প্রদান করেছে না। তাহলে পয়সা নেবার কথা কোথা থেকে এলো। কারণ আপনিই তো হলেন Google এর পন্য। আপনাকেই তারা পন্য হিসেবে ব্যবহার করছে। কিভাবে?? ধরুন আপনি যখন YouTube দেখেন তখন video চলার আগে কিংবা video-র মধ্যবর্তী অবস্থানে বারে বারে বিজ্ঞাপন (advertisement) চলে আসে। এটা আপনার জন্য অন্তত বিরক্তিকর হলেও আসলে Google আপনাকে বিজ্ঞাপন দেখিয়ে আপনার কাছ থেকে মোটা অংকের টাকা উপার্জন করেছে তাঁরা। এমতাবস্থায় আপনার মনে হতে পারে, WhatsApp ব্যবহার করার সময় তো কোন বিজ্ঞাপন আসে না, তাহলে এখান থেকে Google কিভাবে টাকা উপার্জন করে।
আসলে আপনি যখন WhatsApp এর মাধ্যমে কারো সাথে কথোপকথন চালান। তখন Google আপনার কথোপকথনের ডেটা (Data) সংগ্রহ করে বিভিন্ন সোশ্যাল সাইটে পন্যের বিজ্ঞাপন দেখায়।