#লাইফস্টাইল ডেস্কঃ কোকিলের ডাক মানে বসন্তের (Spring) আগমন। তাই ছোট বেলায় কোকিল ডাকলে অনেকেই কোকিলের ‘কুহুরব‘ সুর নকল করে তাদেরকে ডাকতে থাকতাম আমারা, এমতাবস্থায় কোকিলও আমাদের ডাক শুনে সেও প্রতি উত্তরে ডেকে চলতো। তবে কোকিলের ডাক নকল করলে সেও কেন ডাকে, একথা কারোরই জানা নেই। অনেকের মতে, কোকিল আপন ইচ্ছাতেই ডেকে চলে এর সাথে মানুষের ডাকের কোন সম্পর্ক নেই। অনেকে আবার মনে করেন, কোকিল স্যতিই মানুষের ডাক অনুসরণ করে। কিন্তু এই ভাবনা কি আদৌও সঠিক? কি বলছে বিজ্ঞান?
|কোকিলের ডাক নকল করলে সেও কেন ডাকে?
১.বিজ্ঞানীদের মতে কোকিল’দের মিটিংয়ের (Metting) সবচেয়ে উপযুক্ত সময় হল বসন্তকাল। আর এই বসন্ত কালেই সঙ্গীকে আকর্ষন করার জন্য কোকিল ডেকে চলে।
২.কোকিলের ডাক নকল করে ডাকলে কোকিল বুঝতে পারে যে, তার সঙ্গীও তার ইশারায় সাড়া দিচ্ছে। তখন কোকিল আরো বেশি করে ডাকতে থাকে। কিন্তু কোকিলের ডাক খুব বাজেভাবে নকল করলে সে তখন উড়ে পালায়। কারণ তখন সে বুঝে যায় যে এটা অন্য কোকিল বা তার সঙ্গী নয়।
৩.কোকিলের ডাক নকল করে ডাকলে তার সঙ্গী খুব বেশি দূরে নেই তার কাছ থেকে, এমনটি ভেবে সে আরো অস্থির হয়ে ডাকতে থাকে।