#নিউজ ডেস্কঃ কলম্বিয়ায় ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই (Bull fight) দেখতে এসে চরম বিপত্তির স্বীকার হতে হয়েছে সাধারণ দর্শকদের। দুর্ঘটনায় অন্তত ৪ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে কমপক্ষে আরও ৭০ জন। রোববার (Sunday) ২৬ জুন এ ঘটনা ঘটেছে। এবিসি (ABC) নিউজ জানায়, খেলা চলাকালীন হঠাৎই একটি ষাঁড় এলোপাতাড়ি ছুটতে শুরু করে। এরফলে স্টেডিয়ামে ছড়িয়ে পড়ে আতংক। এরপর ষাঁড়ের গুঁতোয় মৃত্যু হয় ৪ জনের।
স্থানীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, ঘাড়টি তীব্র বেগে দর্শকদের দিকে ছুটে আসলে তাড়াহুড়ো’তে ভেঙে পড়ে স্টেডিয়ামের (Stadium) একটি গঠন। এরফলে ৭০ জন গুরুতর আহত হয় এ ঘটনায়। খবরে বলা হয়, স্টেডিয়ামটি তৈরি ছিল কাঠের ফ্রেম দিয়ে। আহতদের উদ্ধার করে দ্রুত হসপিটালে (Hospital) নিয়ে যাওয়া হয়। চিকিৎসকদের আশঙ্কা, বাড়তে পারে মৃতের তালিকা। দেশটির এলে স্পিনাল স্টেডিয়ামে চলছিলো ঐতিহ্যবাহী ‘কোর-লি-হো নামক এ খেলা। যেখানে ক্ষিপ্ত ষাঁড়কে নিয়ন্ত্রণে আনাটাই ছিল এই খেলার মূল আকর্ষন।
🚨BREAKING NEWS… 🚔🚒🚑Stadium has just collapsed during a bull fight in #Espinal #Columbia. ‼️5 DEAD, AT LEAST 500 INJURED! Several still buried under rubble. Major rescue response under way. #StadiumCollapse #BullFight #BreakingNews #Collapse pic.twitter.com/oVoP9hl7yz
— Steve Norris (@SteveNorrisTV) June 26, 2022
বিবিসির খবর অনুযায়ী, নিয়ত ৪ জনের মধ্যে ২ জন নারী ১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ ও ১ শিশু ছিল। তবে এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না যে, তাদের মৃত্যু স্টেডিয়াম ভেঙে নিচে পড়ে যাবার কারণে হয়েছে নাকি ষাঁড়ের গুঁতোতে মৃত্যু হয়েছে তাদের। জানা গেছে, এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন নব-নির্বাচিত প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো (Gustavo Petro)। তিনি প্রত্যেক রাজ্যে এ খেলাটি দ্রুত বন্ধের নির্দেশ দেন।