Thursday, December 7, 2023

Bullets: গুলিবিদ্ধ হওয়ার পর মানুষ মারা যায় কেন? এর পেছনের কারণ কি? জানুন বিস্তারিত

Why do people die when they are shot in the body?

#নিউজ ডেস্কঃ বাস্তবে না হোক সিনেমাতে (cinema) হয়তো অবশ্যই দেখেছেন। কাউকে কেউ গুলি করলে বেশিরভাগ ক্ষেত্রেই সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি সেখানেই মৃত্যুবরণ করেন। এমতাবস্থায় আপনার মনে হতে পারে, ছোট্ট এইটুকু একটি বুলেট (Bullets) কিভাবে একটি মানুষের জীবন কেড়ে নিতে পারে! অপরদিকে কেউ আবার ভাবতে পারেন, বন্দুকের গুলিতে হয়তো বিষ বা এজাতীয় কিছু ভরা থাকে। তাই হয়তো শরীরে গুলি লাগলে সঙ্গে সঙ্গে মানুষের মৃত্যু হয়। কিন্তু তা একদমই নয়। এর পেছনে রয়েছে অন্য কারণ।
|গুলিবিদ্ধ হলে কেন মানুষ মারা যায়?
বন্দুকের গুলিতে কোন প্রকার বিষ বা এজাতীয় কোন কিছু ভরা থাকে না। কারণ এটি শুধুই একটা স্টিলের (Steel) টুকরো। যেটা শরীরের ভেতরে ঢুকে টিস্যু, রগ ও অন্যান্য অর্গানে আঘাত করে ছিড়ে ফেলে। এরফলে ভেতরে ও বাইরে রক্তপাত হয়ে মানুষ মারা যায়। অন্যদিকে হাতে বা পায়ে গুলি লাগলে মানুষ মারা যায় না। কিন্তু হাত ও পায়ে কিছু রগ আছে যেগুলো সরাসরি হ্রদপিন্ডর সাথে যুক্ত, যদি সেখানে গুলি লাগে তাহলে ইনফেকশন (Infection) হয়ে মানুষ মারা যেতে পারে।

তবে কিছু কিছু বুলেট আছে যেগুলোকে আর্মর পিয়েরসিং ইনসিনডিয়ারি (Armor Piercing Insindia) বলা হয়। সেগুলোতে সামান্য পরিমাণে বিস্ফোরক ভরা থাকে, শক্তিশালী মেটাল টার্গেট ছেদ করে তা ধ্বংস করতে সেই বুলেট ব্যবহার করা হয়। তবে সাধারণ বুলেটে বিস্ফোরক বা ক্যামিকেল ভরা থাকে না। 
খবর সুত্রঃ কোরা (Qurora)
আপনার জন্য
WhatsApp Logo