#নিউজ ডেস্কঃ পদ্মা সেতুর রেলিংয়ের নাট-বল্টু খুলে ফেলে তার ভিডিও বানিয়ে টিক টকে (Tik tok) ছেড়ে ছিলেন বায়েজিদ তালহা নামে এক যুবক। কিন্তু পরবর্তীতে সেই ভিডিও (Video) সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল (Viral) হয়ে পড়লে জনগণের প্রবল আক্রোশের মুখে পড়ে ওই যুবককে গ্রেফতার করে সিআইডির (CID) একটি টিম। গত ২৬ জুন (June) বিকালে রাজধানীর শান্তিনগর এলাকা থেকে ওই যুবককে গ্রেফতার করা হয়।
ভাইরালকৃত ওই ভিডিওতে দেখা যায়, বায়েজিদ তার হাত দিয়েই পদ্মা সেতুর রেলিংয়ের নাট-বল্টু দুটি খুলে ফেলেছেন। এরপর ভিডিওতে তাকে বলতে শোনা যায় যে, এই হলো পদ্মা সেতু আমাদের, হাজার হাজার কোটি টাকার পদ্মা সেতু এটি। এ বিষয়ে পদ্মাসেতুর প্রধান প্রকৌশলী দেওয়ান আবদুল কাদের (Abdul Quader) গন মাধ্যমকে জানিয়েছেন, ওই যুবক আইন ভঙ্গ করেছে। গাড়ি থামিয়ে সেতুতে নেমে এভাবে হাঁটাহাঁটি কিংবা ভিডিও (video) বানানো আইনগত নিষিদ্ধ। ভিডিওটি ভাইরাল হয়ে পড়লে ওই যুবককে আটক করা হয়।
পদ্মা সেতুর নাট বল্টু খুলে ফেলার বিষয়ে আবদুল কাদের বলেন, রেলিংয়ের কিছু কাজ এখনও বাকি আছে। শতভাগ কাজ এখনও সম্পুর্ন হয়নি। তাই ওই যুবক খুব সহজেই নাট-বল্টু দুটো খুলে ফেলতে সক্ষম হয়। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আরও একটি ছবি (picture) ভাইরাল (Viral) হচ্ছে। যেখানে দেখা যায়, সেতুতে বসে বসে একজন লোক প্রস্রাব করছেন। তবে সেই ছবিটির (picture) সত্যতা নিশ্চিত করা যায়নি।