#নিউজ ডেস্কঃ আল-কায়েদার জোষ্ঠ্য নেতা আবু হামজাহ আল ইয়েমেনির (Abu Hamzah al-Yemeni) দিকে বোমা ছুড়ে তাকে হত্যা করেছে মার্কিন বাহিনী। সোমবার (Monday) ২৭ জুন সিরিয়ার (Syria) ইদলিব প্রদেশে মোটরসাইকেল চালিয়ে যাবার সময়ই হত্যা করা হয় তাকে। তবে মোটরসাইকেল চালিয়ে তিনি বাজার যাচ্ছিলেন না অন্য কোথাও যাচ্ছিলেন সে বিষয়ে নিশ্চিত করে কিছুই বলতে পারেননি মার্কিন বাহিনীর কর্তৃপক্ষ।
গার্ডিয়ানের খবর অনুযায়ী, সিরিয়ার আল-কায়েদা (Al-Qaeda) জঙ্গিদের উচ্চপদস্থ একজন নেতা ছিলেন আবু হামজাহ। সেন্ট্রাল মার্কিন বাহিনীর একজন কমান্ডার জানিয়েছেন, ২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকেই বিরোধী বাহিনীর প্রেসিডেন্ট বাশার আসাদকে (Bashar Assad) রাস্তা থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছিলেন আবু হামজাহ। ফ্রেব্রুয়ারিতে (February) আল-কায়েদার এই নেতাকে ধরার উদ্দেশ্যে উত্তর-পশ্চিম সিরিয়ায় অভিযান চালায় মার্কিন বাহিনী।
জানা গেছে, নেতা আবু হামজাহ আল ইয়েমেনির হত্যার ঘটনায় বেসামরিক নাগরিকের হতাহতের কোন খবর পাওয়া যায়নি।