Thursday, December 7, 2023

৮০০ ফুট দীর্ঘ সুড়ঙ্গ দিয়ে পাচার করা হতো মাদক, সুরঙ্গ পৌঁছেছে যুক্তরাষ্ট্রের সীমান্তে

Least world News 800 metre long tunnel found in Mexico,

#নিউজ ডেস্কঃ বিশাল এক সুড়ঙ্গের সন্ধান মিলেছে মেক্সিকোর তিহুয়ানা (Tijuana) সীমান্তের কাছে। সুড়ঙ্গটি প্রায় ৮০০ ফুট দীর্ঘ। বিশাল এই সুড়ঙ্গটির মাধ্যমে যুক্তরাষ্ট্রে (United States) পাচার করা হতো মাদক দ্রব্য। সম্প্রতি, সীমান্ত এলাকায় পরিচালিত এক তল্লাশিতে এমনি চাঞ্চল্যকর তথ্য পেয়েছে মেক্সিকান পুলিশ। খবর বিবিসির।

খবরে বলা হয়, সুড়ঙ্গটি লম্বায় মেক্সিকোর বর্ডার থেকে সোজা যুক্তরাষ্ট্রের বর্ডার পর্যন্ত। এছাড়াও একটি বাড়ির মেঝে থেকে শুরু হয়ে এ সুড়ঙ্গ পৌঁছেছে যুক্তরাষ্ট্র সীমান্তে। বিবিসি জানায়, দীর্ঘ এ সুড়ঙ্গ তৈরি করা হয় মূলত রেলের পাত দিয়ে। এছাড়াও চোরা চালানকারীদের যাতে সুড়ঙ্গের ভেতরে কোনো প্রকার সমস্যা না হয় তার জন্য সুড়ঙ্গে রাখা হয়েছে ভেন্টিলেশন (Ventilation) ও পর্যাপ্ত আলোর সুব্যবস্থা। পুলিশ জানায়, এক মাসেরও কম সময়ে তাঁরা এরকম আরো ২ টি সুড়ঙ্গ খুঁজে পেয়েছে। প্রত্যেক সুরঙ্গতেই ছিল একই সুব্যবস্থা। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানায় মেক্সিকো পুলিশ।

জানা গেছে, প্রতি বছরই এমন ডজনখানেক সুড়ঙ্গের সন্ধান পায় মেক্সিকান পুলিশ। সীমান্ত পাচারকারীরা মাদক দ্রব্য পাচার করে তাঁরা নিশ্চিহ্ন হয়ে যায়। তাই অধিকাংশ ক্ষেত্রেই সুড়ঙ্গ খুঁজে পাওয়া গেলেও পাওয়া যায়না সুড়ঙ্গ ব্যবহারকরীদের। পুলিশ বলে, ২০১৬ সালে এমনি একটি সুড়ঙ্গ খুঁজে পায় তাঁরা। মেক্সিকোর সান দিয়েগোতে খুজে পাওয়া সেই সুড়ঙ্গটির ভিতর কোকেন এবং অন্যান্য মাদক দ্রব্য মজুত করে রাখা ছিল। যার বাজারমূল্য ৩০ মিলিয়ন ডলার।
আপনার জন্য
WhatsApp Logo