Friday, December 1, 2023

হাতের তালুতে ফিট, আবিষ্কৃত হল বিশ্বের সবচেয়ে ছোট পোর্টেবল টলয়েট, এবার থেকে Emargency কাজ হবে ফটাফট

Discovered the world's smallest portable toilet,

#নিউজ ডেস্কঃ ঐশ্বরিক বিপর্যয়ের কারণে শৌচাগার ভেঙে পড়েছে বা যুদ্ধ চলছে এমন পরিস্থিতি মোকাবেলার কথা মাথায় রেখে জাপানের নিউ ইনভেনশন (New Invention) নামক এক টয়লেট প্রস্তুতকারক সংস্থা আবিষ্কার করেছে বিশ্বের সবচেয়ে ছোট ও পোর্টেবল টলয়েট (Portable toilet)। আবিষ্কৃত টয়লেটটির সবচেয়ে বড় সুবিধা হল, এটি পোর্টেবল হাওয়ার দরুন যে কোন জায়গায় ব্যবহার করা যাবে। 

নিউজ ১৮-এর একটি প্রতিবেদন অনুযায়ী, টয়লেটটি ৭ সেন্টিমিটার লম্বা এবং ৬.৫ সেমি চওড়া। আর তাই বিশেষ এই টয়লেটটির নাম দেওয়া হয়েছে পকেট টয়লেট (Pocket toilet)। ইয়োশিনোরি কোকেনাওয়া ইনক (Kokenawa Inc) নামক এক সংস্থা ২০১৯ সালে সর্বপ্রথম এরকম ৩০ টি টয়লেট বাজারে এসেছিল তাঁরা। যখন ইন্দোনেশিয়ার একটি শহর প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়ে বিধ্বংসী হয়ে গিয়েছিল। কোকেনাওয়া সংস্থাটির এক উচ্চপদস্থ কর্মকর্তা লক্ষ্য করেন, দুর্যোগপূর্ণ এলাকাগুলোতে শৌচালয়ের জন্য পর্যাপ্ত টয়লেট না থাকায় দুর্ভোগে পড়েছিল বহু মানুষ। এমনকি একটি মাত্র টয়লেটের সামনে আধ ঘন্টারও বেশী সময় ধরে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হয়েছে তাদের।

কোকেনাওয়া কম্পানির এক আধিকারিক বলেন, ২০২০ সাল থেকে এরকম পকেট টয়লেট বানিয়ে আসছে তাঁরা। এখন পর্যন্ত প্রায় ৫০ হাজারেরও বেশি টয়লেট বিক্রি হয়েছে তাদের। কম্পানিটির আরেক আধিকারিকের মতে, যুদ্ধ বিধ্বস্ত এলাকা গুলোর কথা মাথায় রেখে এরকম টয়লেট বানানো হয়েছে। যেখানে শৌচালয়ের অবকাঠামো গুলো পর্যন্ত ধ্বংশ হয়ে গিয়েছে যুদ্ধে।

জানা গেছে, কম্পানিটি এখন পর্যন্ত ৬০০ টি পকেট টয়লেট দান পূর্বক পাঠিয়েছে ইউক্রেনে।

#আরো পড়ুনঃ Viral video: মসজিদের ভিতরে Tik tok ভিডিও বানাতে গিয়ে উদ্দাম নাচ! কর্তৃপক্ষের নজরে আসতেই করুন শাস্তি যুবককে 

আপনার জন্য
WhatsApp Logo