#লাইফস্টাইল ডেস্কঃ মন খারাপ কিংবা শরীরে ক্লান্তি ভাব, গান যেন এক ঔষধের মতোন কাজ করে মুহুর্তেই আমাদের শরীর ও মনকে রিফ্রেশ (Refresh) করে তোলে। আর এই গান শোনার দরুন অনেক মিউজিক (Music) ভিডিওতেই আমরা দেখিছি যে, স্টুডিওতে গান রেকর্ড (Recoding) করার সময় গায়ক বা গায়িকাদের কানে সবসময় হেড ফোন (Headfone) লাগানো থাকে। শুধু তাই নয়, মঞ্চে দাঁড়িয়ে গান করতে গেলেও তারা কানে হেডফোন ব্যবহার করে থাকেন। এক কথায় গান রেকর্ড করার জন্য হেডফোনের ব্যবহার অতি প্রয়োজনীয়।
|কেন তারা হেডফোন ব্যবহার করেন?
কানে হেডফোন ব্যবহারের প্রয়োজনীয়তা রয়েছে। কারণ এর মাধ্যমে তাঁরা তাঁদের কানে আগে থেকেই তৈরি করা মিউজিক ট্র্যাকটি (Music track) শুনতে পান। যাতে করে তাঁরা সুরের সঙ্গে তাল মিলিয়ে গানটি গাইতে পারেন। এছাড়াও বিভিন্ন মঞ্চে গান গাইতে গেলে গায়ক/গায়িকারা কনে ছোট ছোট ইয়ারফোন (Earphones) ব্যবহার করে থাকেন। এর কারণ হলো, লোক সমাগমের ভিড় ও আওয়াজের ফলে তারা যাতে সুরটি ঠিক মতোন শুনতে পান এবং সেটি অনুসরণ করে সঠিকভাবে গানটি গাইতে পারেন।
স্টুডিওতে গান রেকর্ডের সময় কানে হেডফোন ব্যবহারের আরও একটি কারণ হলো, এতে করে তাঁদের ভুল সুরে প্রবেশ করার সম্ভবনা কম থাকে। হেডফোনে চলা মিউজিক ট্র্যাকের ফলে সঠিক লাইনে গান গেয়ে দ্রুত তা শেষ করতে পারবেন।