#নিউজ ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্রের (United States) একটি স্কুলের শ্রেণিকক্ষে পাহাড়ি সিংহের শাবক ঢুকে পড়ায় আতংকে স্কুল বন্ধ করার ঘোষণা দিয়েছে স্কুল কর্তৃপক্ষ। স্থানীয়রা জানান, এ ঘটনার পর কোন হতাহতের খবর পাওয়া যায়নি। পাহাড়ি এলাকায় সাধারণত পাহাড়ি সিংহরা আশপাশে ঘোরাঘুরি করে। কিন্তু শ্রেণিকক্ষে ঢুকে পড়ার মতোন ঘটনা এই প্রথম বলে তাঁরা জানায়।
ওকল্যান্ড চিড়িয়াখানার (Oakland Zoo) কর্তৃপক্ষ ঘটনার বিস্তারিত বর্ণনা দিতে গিয়ে টুইট পোস্টে একটি ভিডিও প্রকাশ করে তাঁরা জানান, ৮ থেকে ৯ মাস বয়সী পাহাড়ি সিংহটি পেসকাডেরো স্কুলে ঢুকে পড়ে। এরপর শিক্ষকের টেবিলের তলায় ঘাপটি মেরে বসে থাকে বাচ্চা সিংহটি। এই ঘটনার পরই স্কুলের ছাত্র এবং শিক্ষকদের নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়েছে। তাই কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
Our follow-up on the mountain lion that “enrolled” in Pescadero High yesterday. He’s being cared for a the Oakland Zoo.https://t.co/NjhsZbt4i4
— Half Moon Bay Review (@hmbreview) June 2, 2022
চিড়িয়াখানার কর্তৃপক্ষের বলেন, পশুচিকিৎসা হাসপাতালের ডা. হারম্যান (Dr. Herman) এবং তার দলবল পাহাড়ি সিংহটিকে পরীক্ষা করেছেন। পরীক্ষা চলাকালীন দেখা যায় যে, বাচ্চা সিংহটির একটি দাঁত ভাঙ্গা। পরে সেই ভাঙ্গা দাঁতটি তুলে ফেলা হয়। আপাতত ক্যালিফোর্নিয়ার ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফের অধীনে রাখা হয়েছে সেই বাচ্চা শাবকটিকে।
ABC নিউজ জানায়, সিংহটি স্কুলের পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে। কারণ চলতি সপ্তাহে স্কুলে শিক্ষার্থীদের স্নাতক পরীক্ষার হবার কথা ছিল।