#নিউজ ডেস্কঃ মর্মান্তিক ঘটনা, প্রায় ১৬ হাজার ভেড়া নিয়ে রোববার (Sunday) ১২ জুন সুদানের (Sudan) সুয়াকিন বন্দরের কাছে ডুবে গেল একটি জাহাজ। দুর্ভাগ্যবশত এই দূর্ঘটনায় একটি ভেড়াও জীবিত নেই। সব গুলো ভেড়াই মারা গিয়েছে জলে ডুবে। তবে বেঁচে ছিলেন জাহাজটির আরোহীরা। তারা কোন রকমে সাঁতরে ভাঙ্গায় ফিরে আসেন।
সুদান টাইমসের খবর অনুযায়ী, জাহাজটি সুদান থেকে সৌদি আরবে (Saudi Arab) ভেড়াগুলো রফতানির জন্য পরিবহন করছিল। কিন্তু ধারণ ক্ষমতার তুলনায় জাহাজটিতে আরো বেশী ভেড়া চাপানোর কারণে ঘটে এ দুর্ঘটনা। জাহাজটি লোহিত সাগরে সুদানের সুয়াকিন বন্দরের কাছে ডুবে যায়। এ ঘটনায় সুদানি বন্দরের এক সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, জাহাজটির ধারণ ক্ষমতা অনুযায়ী তাতে প্রায় ৯ হাজার ভেড়া উঠানোর কথা ছিল। কিন্তু কর্তৃপক্ষের গাফিলতির কারণে ১৫ হাজার ৮০০ ভেড়া উঠানো হয় সেই জাহাজটিতে। ফলে এখন চলছে পশুগুলোর মরদেহ উদ্ধারের কাজ।
এঘটনায় বন্দরের আরেক কর্তৃপক্ষ বলেন, সমস্ত ক্রুদের উদ্ধার করা হয়েছে ডুবে যাওয়া জাহাজটি থেকে। তবে এ দূর্ঘটনায় ভেড়া গুলো মারা যাওয়ার কারণে অর্থনৈতিক সংকট তো রয়েছেই সাথে রয়েছে পরিবেশ গত সমস্যাও। জানা গেছে, দুর্ঘটনাটির কারণে ব্যাহত হচ্ছে বন্দরের কার্যক্রম। একই সাথে পরিবেশ ও জল দূষণ নিয়ে চিন্তিত সুদানের সরকার কর্তৃপক্ষ।