#নিউজ ডেস্কঃ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে (Sheikh Hasina) নিয়ে জয়জয়কার শুরু হয়েছে পাকিস্তানের একাধিক সংবাদ মাধ্যম গুলোতে (Media)। করা হচ্ছে তাকে ভূয়সীও। সম্প্রতি দেশটির শীর্ষস্থানীয় পত্রিকা ‘ডেইলি টাইমস’ ও ‘উইকলি ফ্রাইডে টাইমস-এ শেখ হাসিনাকে ভূয়সী করা হয়। খবর যমুনা টেলিভিশনের।
খবরে বলা হয়, সংবাদ মাধ্যম গুলোর পাশাপাশি পাকিস্তানের শিক্ষাবিদ, গবেষক ও আন্তর্জাতিক বিশ্লেষক ড. মালিকা-ই-আবিদা খাত্তাক তার নিবন্ধে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থা, দূরদর্শিতা ও সাহসী সিদ্বান্তের ভূয়সী প্রসংশা করেছেন তিনি। এদিন ড. মালিকা-ই-আবিদা খাত্তাক বলেন, একটি সেতুর চেয়েও বড় আর কি হতে পারে? তাই পদ্মা সেতুর মতো অবকাঠামো নির্মাণ করে শেখ হাসিনা বিশেষ দৃষ্টান্ত স্থাপন করেছেন এবং আস্থা ও দূরদর্শিতার পরিচয় দিয়েছেন বলে জানান তিনি।
আন্তর্জাতিক বিশ্লেষক ড. মালিকা আরও বলেন, পদ্মা সেতু নির্মাণের সময় বিশ্ব ব্যাংক দুর্নীতির অভিযোগ আনলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্ব্যর্থহীনভাবে বলেছেন, ‘আমরা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করবোই।’ বাংলাদেশ এমন একটি দেশ যেটি বিশ্বকে বারবার তার সক্ষমতা দেখিয়েছে। মালিকা আরও জানান, বিশ্বব্যাপী করোনা মহামারি শুরু হলেও পদ্মা সেতুর নির্মাণ কাজ পুরোদমে চলেছে। শেখ হাসিনার অদম্য ইচ্ছা শক্তির কারণে সেতু নির্মাণের কাজ একদিনের জন্যও বন্ধ হয়নি।
রিপোর্ট অনুযায়ী, আগামী ২৫ জুন (June) পদ্মা সেতু উদ্বোধনের কথা রয়েছে। সেদিন একই সময়ে বাংলাদেশের ৬৪টি জেলায় উদ্বোধনী অনুষ্ঠান প্রজেক্টরের মাধ্যমে সরাসরি লাইভ টেলিকাস্ট করা হবে। এছাড়াও অনুষ্ঠানটি স্মরণীয় করে রাখতে ঢাকার (Dhaka) হাতিরঝিলে লেজার শোসহ সারাদেশে একই ধরনের কর্মসূচি থাকবে।